মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: আজ আনাজ মান্ডির (Anaj Mandi) কারখানায় ভয়াবহ আগুন লাগে। যার ফলে মারা যায় প্রায় ৪৩ জন। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্ত করার নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট চেয়েছেন তিনি। আগুন লাগার পর মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থসাহায্য (Compensation) এবং আহতদের ১ লাখ টাকা ও চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার কথা জানান।

আনাজ মান্ডির ওই কারখানাটিতে ব্যাগ তৈরির কারখানা ছিল বলে জানা গেছে। একটি সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এই কারখানাটি। ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। কারখানাটিতে মোট ৬ টি তলা আছে। প্রাণে বাঁচার জন্য অনেকেই ওপর থেকে ঝাঁপ দিতে শুরু করে। অত্যধিক ধোঁয়ায় শ্বাসকষ্টেই অনেকের মৃত্যু হয়। আরও পড়ুন, দিল্লির আনাজ মান্ডিতে কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪৩, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, শোকবার্তা অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রীর 

আজ ভোর ৫ টা নাগাদ রাজধানী দিল্লির (Delhi) রানি ঝাঁসি রোডের (Rani Jhansi Road) আনাজ মান্ডিতে (Anaj Mandi) এক কারখানায় (Factory) আগুন (Fire) লাগে। কিছুক্ষণ পর আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতরে শ্রমিকেরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ জন মৃত (43 dead) বলে খবর পাওয়া গেছে। প্রায় ২৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। চলছে উদ্ধারকাজ (Rescue)। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।