নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: ট্রেন্ড বলছে, দিল্লির সিংহাসনে তৃতীয় বারের জন্য আসতে চলেছে আপ সরকার (aap Government)। মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি দিল্লির ভোটারদের ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Bengal Chief Minister Mamata Banerjee)।
দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা বিভাজনের রাজনীতি চায় না। তারা শান্তির রাজনীতি চায়। উন্নয়নের রাজনীতি চায়। আপের দিল্লি জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ফোনেও অভিনন্দনও জানিয়েছেন তিনি বলেও জানা গিয়েছে (Bengal Chief Minister Mamata Banerjee Congratulates Arvind Kejriwal)। এই পরাজয়ের পর CAA, NRC নিয়ে বিজেপি-র পিছু হঠা উচিত বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'গণতন্ত্রের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। মানুষ উন্নয়ন চায়। শান্তি চায়। অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। অর্থনীতি, উন্নয়ন। এ সব নিয়ে না ভেবে সব সময় বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। মিথ্যে গুজব ছড়িয়ে তারা হিংসার রাজনীতি করছে। এটা ভালো ভাবে নেয়নি মানুষ। সেই কারণেই মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লিতে একে একে হারের মুখ দেখেছে বিজেপি। লোকসভা ভোটে ক্ষমতায় এলেও তার পর থেকে যেখানেই ভোট হয়েছে, সেখানেই হেরেছে বিজেপি।' আরও পড়ুন: Another Celebration Day For Arvind Kejriwal: আজই অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের জন্মদিন, জিতলে তাই ডবল সেলিব্রেশন
West Bengal Chief Minister Mamata Banerjee on #DelhiElectionResults: I have congratulated Arvind Kejriwal. People have rejected BJP. Only development will work, CAA, NRC and NPR will be rejected pic.twitter.com/VgpX9TmoLs
— ANI (@ANI) February 11, 2020
মমতার দাবি, এই পরাজয়ের পর বিজেপির উচিত CAA, NRC নিয়ে পিছু হঠা। মঙ্গলবার ভোটগণনা শুরুর আধঘণ্টা পর থেকেই বোঝা যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের (Delhi Assembly Elections 2020 Results) ট্রেন্ড। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হ্যাটট্রিক পুরণ অরবিন্দ কেজরিওয়ালের কাছে নস্যি। তৃতীয়বার দিল্লির তখতে বসার আশায় ইতোমধ্যেই উত্সবের মেজাজে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা। দিল্লির এই জয়ে আঞ্চলিক দলগুলির কতটা সুবিধে হল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মমতা বলেন, 'আঞ্চলিক দলগুলি সবসময়ই শক্তিশালী। যেখানেই আঞ্চলিক দল রয়েছে, সেখানে কংগ্রেস জিরো। যেখানে আঞ্চলিক দল নেই, সেখানে তাদের কাজের সুফল পায় কংগ্রেস।' বিজেপি এ বার সিঙ্গল ডিজিটে নেমে যাবে বলে কটাক্ষ করেন মমতা।