নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: মঙ্গলবার ভোটগণনা শুরুর আধঘণ্টা পর থেকেই বোঝা যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের (Delhi Assembly Elections 2020 Results) ট্রেন্ড। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হ্যাটট্রিক পুরণ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) কাছে নস্যি। তৃতীয়বার দিল্লির তখতে বসার আশায় ইতোমধ্যেই উত্সবের মেজাজে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা। প্রত্যাশিত ফল এলে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাজে এই দিনটি হবে জোড়া উত্সব পালনের (Double Celebration) দিন। কারণ আজ মঙ্গলবারই তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের (Sunita Kejriwal) জন্মদিন। এদিন ৫৪ বছরে পা দিলেন অরবিন্দের অর্ধাঙ্গিনী।
ভোটের আগে সুনীতা সবরকমভাবে স্বামীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তা নিদারুণ ভাবে প্রত্যক্ষ করেছে দিল্লির জনতা। কেজরির জন্য দিন-রাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন তিনি। দরজায় দরজায় গিয়ে ভোটপ্রার্থনা করেছেন। বিজেপি নেতারা কেজরিকে 'সন্ত্রাসবাদী' তকমা দেওয়ার পর পালটা গর্জে উঠেছেন সুনীতা। কেজরি রাজনীতিতে (Politics) যোগ দেওয়ার আগে স্বামী-স্ত্রী দুজনেই দেশের রাজস্ব দফতরের অফিসার পদে ছিলেন। এবার ভোট দেওয়ার ক্ষেত্রেও সপরিবারে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কেজরি-পত্নীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপ সমর্থকরা। এনডিটিভির খবর অনুযায়ী অনিল সিওয়াচ নামে একজন লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে, সুনীতা কেজরিওয়াল ম্যাম। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমাদের নায়কের শক্তি আপনিই। প্রাউড অফ ইউ। 'জন রেহান নামে আর এক ইউজার লিখেছেন, 'জন্মদিন সেলিব্রেট করার জন্য কী দারুণ একটা দিন! সুনীতা ম্যামকে জানাই হ্যাপি বার্থ ডে (Happy Birthday Sunita Kejriwal)। আজকের দিনের নায়কের সর্বশক্তির উত্স আপনিই।' আরও পড়ুন: Delhi Assembly Elections 2020 Results: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার দু'ঘণ্টা পার, ৫১ টি আসনে এগিয়ে আপ, বিজেপি ১৯
ভোটদানের পর একটি পারিবারিক ফোটো (Family Photo) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুনীতা। তিনি জানান, এ বার তাঁর ছেলে প্রথমবার ভোট দিয়েছেন। লেটেস্টলি বাংলার তরফ থেকেও রইল সুনীতা কেজরিওয়ালের জন্য জন্মদিনের শুভেচ্ছা।