নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Delhi Assembly Election Result)। চলছে ভোটগণনা (Counting)। রাজধানীর মসনদে কে বসবে এবার তাই দেখার পালা। লড়াইয়ের জন্য ময়দানে রয়েছে- কংগ্রেস (Congress), আপ (AAP) ও বিজেপি(BJP)। মোট ৭০ টি আসন রয়েছে। গতবছর ৬৭ টি আসনে আম আদমি পার্টি জয়লাভ করে। রীতিমতো কুপোকাত হয়ে যায় অন্যদলগুলি। এখনও পর্যন্ত আপ এগিয়ে রয়েছে। বেশকিছু ব্যবধানে বিজেপি এখনও পর্যন্ত পিছিয়ে।এখনও পর্যন্ত আপের আসনের হার ৫১, বিজেপি ১৯। কংগ্রেসের ঝুলি শূন্য।
গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের ক্ষেত্রে বিষয়টি ঘটে পুরো উলটো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জেতে বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে ঝাঁটাবাহিনীর স্রোতে ভেসে গেছিল বিজেপি। আরও পড়ুন, রাজ্যে বেকারত্বের হার আরও কমাতে অর্থমন্ত্রীর দাওয়াই 'বাংলাশ্রী'-'কর্মসাথী'
#DelhiElectionResults: Aam Aadmi Party's Raj Kumari Dhillon leading against BJP's Tajinder Pal Singh Bagga from Hari Nagar, after first round of counting
— ANI (@ANI) February 11, 2020
#DelhiElections: Counting of votes underway at Gole market counting centre pic.twitter.com/oCSuEHVLZL
— ANI (@ANI) February 11, 2020
জনতা শনিবারই ভোট দিয়েছে। ইভিএম বন্দি হয়েছে দিল্লির ভবিষ্যৎ। এক্সিট পোলের খবর অনুযায়ী আপ ফের ফিরছে দিল্লির ক্ষমতায়। জনতার রায় শনিবারই ইভিএম-বন্দি হয়ে গিয়েছে। আজ সময়মতো ভোটগণনা সকাল আটটায় শুরু হয়ে গেছে। আত্মবিশ্বাসী আপ, বিজেপি সকালথেকে পুজো, অর্চনায় আশায় বুক বাধছে। কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খোলেনি।