দিল্লি, ৯ নভেম্বরঃ দিওয়ালির (Diwali 2024) পর থেকে দিল্লির বাতাসের গুণগত মান 'গুরুতরভাবে খারাপ'-এর পর্যায়ে নেমে গিয়েছে। রাজধানী শহর জুড়ে ব্যাপকভাবে দূষণ ছড়িয়ে পড়েছে। গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। যেখানে শ্বাস নেওয়াও দায়। শনিবার দিল্লির বাতাসের গুণগত মানের সূচক (AQI) এবার ৪০০ পার করেছে। বাওয়ানা, নিউ মতিবাগ, রোহিণী এবং বিবেক বিহার সহ একাধিক এলাকায় বায়ু দূষণের সূচক চারশো ছুঁয়ে ফেলেছে। যা মারাত্মক দূষণের ইঙ্গিত দেয়। এদিন দিল্লির বেশিরভাগ জায়গাতেই দূষণের সূচক ৩০০ থেকে ৪০০-র মধ্যে রেকর্ড করা হয়েছে। যা 'খুব খারাপ' এবং 'গুরুতর খারাপ' এর পর্যায়ে রয়েছে। রাজধানীর বাতাসের গুণগত মানের গড় সূচক (AQI) ৩৬৩-তে দাঁড়িয়ে।
এমতাবস্থায় রাজধানীবাসীদের স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। শ্বাসকষ্ট জনিত অসুখ এবং রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
শনিবার সকালে দূষণের চাদরে ঢাকা দিল্লির এক ঝলক...
Watch: Delhi's Geeta Colony Highway recorded high pollution levels early in the morning, with the AQI reaching 350 at 5:15 am, indicating significantly poor air quality pic.twitter.com/NGOqzC8dT9
— IANS (@ians_india) November 9, 2024
তবে কেবল দিল্লিই নয়, পড়শি দুই রাজ্য হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ছাড়াতে লক্ষ্য করা যাচ্ছে। হরিয়ানার ফরিদাবাদ, গুরুগ্রাম এছাড়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, নয়ডা শহরের বাতাসের গুণগত মান 'খারাপ' থেকে 'খুব খারাপ'এর পর্যায়ে পরিমাণ করা গিয়েছে।