প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতাঃ দু'মাস আগেই পুরনো বাইক (Bike) বদলে শখ করে কিনেছিলেন নতুন বাইক। সেই নতুন বাইক চালিয়ে চলে গিয়েছিলেন পুরী (Puri) বেড়াতে। জগন্নাথ দর্শন করে ফেরার পথে বাইক দুর্ঘটনাতে (Accident) প্রাণ হারালেন পর্ণশ্রীর যুবক। জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সায়ন দাস। বয়স মাত্র ২৩। এমবিএ পড়ছিলেন তিনি। পর্ণশ্রীর ঢালিপাড়া এলাকার বাসিন্দা সায়ন।

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এমবিএ পড়ুয়ার

স্থানীয় সূত্রে খবর, নতুন বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে পুরী গিয়েছিলেন তিনি। সেখানে জগন্নাথ মন্দিরে পুজোও দেন সায়ন। পুরী ভ্রমণ সেরে গত রবিবার কলকাতার উদ্দেশে রওনা দেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে খবর আসে তাঁদের ছেলে আর নেই। কান্নায় ভেঙে পড়েন সায়নের বাবা-মা। সায়ন বাইক চালাতে ভালবাসতেন বলে জানিয়েচেন তাঁর দাদা। তিনি জানান, বাইকের চাকায় কিছু সমস্যা দেখা দিয়েছিল যার জেরে নন্দনকানন যাওয়ার প্ল্যান বাতিল করেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ মন দিয়ে কাজ করছিলেন, আচমকা মাথায় পড়ল লোহার বাক্স, মৃত্যু ৩ শ্রমিকের

অন্যদিকে সায়নের বন্ধু জানান, একসঙ্গেই বাইক চালিয়ে ফিরছিলেন তাঁরা। রাত হয়ে গিয়েছিল। কয়েক কিলোমিটার এগিয়ে আসার পর পিছনে তাকিয়ে তিনি লক্ষ্য করেন সায়ন নেই। তখনই বন্ধু সায়নের খোঁজ শুরু করেন তিনি। জাতীয় সড়কে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন সায়নের সেই বন্ধু। প্রথমে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালেই জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় সায়নের দেহ।

 নতুন বাইকে চেপে পুরী ভ্রমণ, জগন্নাথ দর্শন করে আর ঘরে ফেরা হল না পর্ণশ্রীর সায়নের