কলকাতা, ১৬ এপ্রিল: মুর্শিদাবাদে (Murshidabad Violence) গোষ্ঠী সংঘর্ষের ৩ দিন পর নেতাজি ইন্ডোরে ইমাম, মুয়াজ্জিন এবং বুদ্ধিজীবীদের সম্মেলনে হাজির হন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে হাজির হয়ে বাংলার মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'প্লিজ আমরা শান্ত থাকুন। প্ররোচনায় পা দেবেন না। ইমামদের শান্তির কথা বলতে হবে। সবকিছুর তদন্ত হবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বাংলায় যদি বাংলাদেশের লোক অশান্তি পাকায়, তাহলে বিএসএফ কেন ঢুকতে দিল। ট্রেন চলছে। এখন ট্রেনে কারা আসছে। বিমানবন্দরে কারা আসছে, সেই রিপোর্ট পাই না। ট্রেন থেকে কারা নামল, সেই রিপোর্টেও আমাদের কাছে থাকে না বলে জানান মুখ্যমন্ত্রী।' 'যারা দাঙ্গা করেছে, তাদের একজনকেও ছাড়ব না। দাঙ্গাকে সমর্থন করি না' বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
এরপরের লোকসভা নির্বাচনের পর দিল্লিতে (Delhi) নতুন সরকার আসবে। সেই সরকারে কেউ হামাগুড়ি দেওয়ার মত কেউ থাকবে না বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দরকার পড়লে বিজেপি যে আইনগুলো করেছে, তা বদলাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলায় আন্দোলন করে লাভ নেই। দিল্লিতে যান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে আবেদন করুন। আমি আপনাদের পক্ষে। আমি সর্ব ধর্ম সম্মন্বয়ের পক্ষে।
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলার মাটিতে রক্তাক্ত করতে দেব না। বিষাক্ত করতে দেব না। সবাই ভাল থাকলে আমিও ভাল থাকি'। ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে। গন্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
'বাংলার কিছু মানুষকে বুঝতে হবে বিজেপি এসব করাচ্ছে বাইরে থেকে লোক এনে। বিজেপি আপনাদের ভড়কাচ্ছে। আপনারা ভড়কে যাবেন না' বলে বাংলার মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি যে ৩ জন মারা গিয়েছেন, সেই প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। বাড়ি যাঁদের ভেঙেছে, তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। দোকান যাঁদের ভেঙেছে, তাঁদেরও সাহায্য করা হবে বলে বুধবারের সম্মেলন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।