দিল্লির দূষণ রুখতে শুধু দীপাবলী নয় বরঞ্চ প্রতি বছর এই নিয়ে ভাবা উচিত। এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি জানান, "দীপাবলীর সময় শুধু দূষণের বিষয় নিয়ে ভাবা উচিত নয় বরং সারা বছর ভাবা উচিত।
এই বিষয়ে কাঠামো গড়ে তুলতে দিল্লি সরকারের খরচ করা উচিত।বিগত ৯ বছর ধরে ধুলো কমানোর ক্ষেত্রে কোন কাজ করা হয়নি।
কোন ভ্যাকুয়াম ক্লিনার বা জল ছেটানোর জন্য কোন যন্ত্র নিয়ে আসা হয়নি।কৃত্রিম বৃষ্টিপাতও করা হয়নি।দিল্লিতে এখন ৭০ শতাংশ বাচ্চা নেবুলাইজারের সাহায্য নিতে হয়"।
দিল্লিতে আগে থেকে দূষণ থাকলেও দীপাবলীতে সেই পরিমান আরও বৃদ্ধি পায়।যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই শুধু দীপাবলী নয় সারা বছর যাতে দূষণ নিয়ে কাজ করা হয় তার আহব্বান জানান তিনি।
#WATCH | Air pollution in Delhi-NCR | BJP MP Gautam Gambhir says, "We should talk about the issue of pollution not only during Diwali but all around the year. Delhi Govt needs to spend on the infrastructure. In the last 9 years, no work was done on dust pollution, no vacuum… pic.twitter.com/KtEH6MVlLV
— ANI (@ANI) November 14, 2023