দিল্লি, ১৬ সেপ্টেম্বর: কয়লা খনির কাজ করতে গিয়ে আটকে পড়লেন ১০ জন শ্রমিক। খনির কাজ করতে গিয়ে হঠাৎ বন্যায় আটকে যান ১০ শ্রমিক। পরপর ১০ জন ওই ট্রাক্টর ট্রলি নিয়ে পালওয়াল টস নদীর কাছে গেলে, তাঁরা আটকে পড়েন। উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে (Dehradun Flash Flood) যখন হঠাৎ বন্য়া শুরু হয়, সেই সময় আটকে পড়েন ওই ১০ শ্রমিক। মাঝ নদীতে আটকে পড়ে বাঁচার জন্য আর্তনাদ শুরু করেন শ্রমিকরা। কিন্তু খরস্রোতা নদী পেরিয়ে কেউ ওই সময় ওই ১০ জন শ্রমিককে উদ্ধার করতে পারেনি। ফলে মেঘভাঙা বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা নদীর মাঝে দাঁড়িয়েই বাঁচার আর্তি শুরু করেন ওই শ্রমিকরা।
রিপোর্টে প্রকাশ, মাঝ নদীতে যখন ট্রাক্টর ট্রলি নিয়ে শ্রমিকরা আটকে পড়েন, সেই সময় তাঁরা প্রত্যেকে ভেসে যান। ফলে বাঁচার আর্তি জানানোর পরও তাঁদের প্রাণ রক্ষা করা যায়নি।
সোমবার মাঝ রাতে থেকে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে। যার জেরে তমসা, সরস্রধারা, চন্দ্রভাগার জল বাড়তে শুরু করে। আর সেই জল ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে দোকানপাট, বাড়িঘর সবকিছু।
ফলে সময় যত গড়াতে শুরু করে, তত খারাপ হয় দেরাদুন-সহ উত্তরাখণ্ডের পরিস্থিতি। আর এবার উত্তরাখণ্ডের দেরাদুন থেকে সামনে এল ভয় পাওয়ার ভিডিয়ো। যেখানে ট্রাক্টর নিয়ে নদীর মাঝে আটকে পড়েন শ্রমিকরা। মাঝ নদী থেকেই তাঁরা ভেসে যান বলে জানা যায়।
দেখুন মাঝ নদীতে কীভাবে আটকে পড়ে আর্তনাদ কয়লা খনির শ্রমিকদের...
देहरादून/विकासनगर सूत्रो से मिली जानकारी के अनुसार पलवल टॉस नदी मे पानी के तेज बहाव मे बह गया ट्रैक्टर ट्राली
जानकारी के अनुसार ट्रैक्टर ट्राली मे लगभग 10लोग मजदूर सवार थे
जो की खनन का कार्य करने के लिए नदी साइड मे जा रहे थे#SI_राजेंद्र_को_न्यायदो #Uttrakhand #DehradunCloudburst pic.twitter.com/kKUXBTPlmh
— Journalist Amit kumar 'देव' (@AmitKum995) September 16, 2025