দেরাদুন, ১৬ সেপ্টেম্বর: উত্তরাখন্ডের (Uttarakhand) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির (Uttarakhand Cloudburst) জেরে দেরাদুন-সহ একাধিক জায়গা ভাসতে শুরু করেছে। চন্দ্রভাগা থেকে তমসা নদী কিংবা সহস্রধারার জল বাড়তে শুরু করায় একাধিক এলাকা ভেসে যেতে শুরু করেছে। আর এবার উত্তরাখণ্ড থেকে উঠে এল একটি মর্মান্তিক ছবি। যেখানে দেখা যায়, আসান বা তমসা নদীর জল বাড়ছে। তমসা নদীর এই এই জল যখন রুদ্ররূপ ধারন করে রাস্তার উপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে, সেই সময় প্রাণ নিয়ে বিদ্যুতের খুঁটির উপর উঠে যান এক ব্যক্তি।
যমুনার শাখানদী হিসেবে পরিচিত এই আসান বা তমসা নদী। হিমালয় থেকে নেমে আসা এই তমসা নদীতে দেরাদুনের কাছে কলসি দিয়ে বয়ে গিয়েছে। এই তমসা নদী যখন ভয়ঙ্কর আকার নিয়ে রাস্তা ভাসিয়ে নিয়ে চলে তলে যায়, সেই সময় প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটির উপর উঠে যান।
বিপর্যয় মোকাবিলাকারী দল সেখানে হাজির হলেও, নদীর রুদ্র রূপের সামনে তাঁদের হত ভম্বের মত করে দাঁড়িয়ে থাকতে হয়। তমসা নদী যখন প্রবল বেগে বয়ে যাচ্চে, সেই সময় উদ্ধারকারী দল কোনওভাবে নদীর মাঝে গিয়ে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির উপর থেকে নীচে নামাতে পারেনি। তবে খরস্রোতা নদীর উপর দিয়ে দড়ি ফেলে যাতে ওই ব্য়ক্তিকে বিদ্য়ুতের খুঁটির উপর থেকে নামিয়ে আনা যায়, সেই চেষ্টা উদ্ধারকারী দল শুরু করে দেয় চটপট।
দেখুন সেই ভিডিয়ো যেখানে উদ্ধারকারী দল কোনওভাবে বিদ্যুতের খুঁটির উপর থেকে ওই ব্যক্তিকে নামিয়ে আনতে পারছে না...
A man is stranded on an electric pole in the flooded Tons River near Sudhowala, Dehradun. Rescue operations are currently underway.
Tons River is the largest tributary of the Yamuna River. Origins from the Bandarpunch Mountain/glacier in the Garhwal Himalayas, Joins the Yamuna… pic.twitter.com/V6n0K5IZGc
— Naveen Reddy (@navin_ankampali) September 16, 2025