Man Stands In Electric Pole (Photo Credit: X/Screengrab)

দেরাদুন, ১৬ সেপ্টেম্বর: উত্তরাখন্ডের (Uttarakhand) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির (Uttarakhand Cloudburst) জেরে দেরাদুন-সহ একাধিক জায়গা ভাসতে শুরু করেছে। চন্দ্রভাগা থেকে তমসা নদী কিংবা সহস্রধারার জল বাড়তে শুরু করায় একাধিক এলাকা ভেসে যেতে শুরু করেছে। আর এবার উত্তরাখণ্ড থেকে উঠে এল একটি মর্মান্তিক ছবি। যেখানে দেখা যায়, আসান বা তমসা নদীর জল বাড়ছে। তমসা নদীর এই এই জল যখন রুদ্ররূপ ধারন করে রাস্তার উপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে, সেই সময় প্রাণ নিয়ে বিদ্যুতের খুঁটির উপর উঠে যান এক ব্যক্তি।

যমুনার শাখানদী হিসেবে পরিচিত এই আসান বা তমসা নদী। হিমালয় থেকে নেমে আসা এই তমসা নদীতে দেরাদুনের কাছে কলসি দিয়ে বয়ে গিয়েছে। এই তমসা নদী যখন ভয়ঙ্কর আকার নিয়ে রাস্তা ভাসিয়ে নিয়ে চলে তলে যায়, সেই সময় প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটির উপর উঠে যান।

বিপর্যয় মোকাবিলাকারী দল সেখানে হাজির হলেও, নদীর রুদ্র রূপের সামনে তাঁদের হত ভম্বের মত করে দাঁড়িয়ে থাকতে হয়। তমসা নদী যখন প্রবল বেগে বয়ে যাচ্চে, সেই সময় উদ্ধারকারী দল কোনওভাবে নদীর মাঝে গিয়ে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির উপর থেকে নীচে নামাতে পারেনি। তবে খরস্রোতা নদীর উপর দিয়ে দড়ি ফেলে যাতে ওই ব্য়ক্তিকে বিদ্য়ুতের খুঁটির উপর থেকে নামিয়ে আনা যায়, সেই চেষ্টা উদ্ধারকারী দল শুরু করে দেয় চটপট।

আরও পড়ুন: Dehradun District Floods: পাহাড়ে প্রকৃতির 'প্রলয়', মেঘভাঙা বৃষ্টিতে ফাটছে বহু নদী, দেখুন ভিডিয়োতে কীভাবে ভেসে যাচ্ছে দেরাদুন

দেখুন সেই ভিডিয়ো যেখানে উদ্ধারকারী দল কোনওভাবে বিদ্যুতের খুঁটির উপর থেকে ওই ব্যক্তিকে নামিয়ে আনতে পারছে না...