Dehradun Flood (Photo Credit: X)

দেরাদুন, ১৬ সেপ্টেম্বর: সোমবার রাত থেকে উত্তরাখণ্ডে যেন প্রলয় নামতে শুরু করেছে। মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের প্রধান শহর দেরাদুন-সহ একাধিক জায়গা ভেসে যেতে শুরু করেছে। চন্দ্রভাগা নদী থেকে সহস্রধারা, প্রবল গতিতে ছুটছে। সেই সঙ্গে জলস্রোতে ভেসে যেতে শুরু করেছে বহু দোকান, বাড়িঘর। বর্ষার মরশুমের শুরু থেকে যেভাবে ধ্বংস যজ্ঞ শুরু হয়েছে উত্তরাখণ্ড জুড়ে, তা এখনও অব্যাহত। ফলে উত্তরাখণ্ডের মানুষের জীবনে আরও একবার বিপর্যয় নামছে।

দেরাদুন (Dehradun District Floods) এবং উত্তরাখণ্ডের (Uttarakhand Cloudburst) একাধিক জায়গা থেকে মেঘভাঙা বৃষ্টির ফলে যে ছবি উঠে আসছে, তা দেখলে চমকে উঠবেন। সহস্রধারা নদীর জলোচ্ছ্বাসে সেখানকার বহু দোকানপাট যেমন ভেসে যায়, তেমনি কাদার স্রোত বইরে শুরু করে। ফলে বহু হোটেল এবং দোকান কাদার ডুবে যায়।

তপকেশ্বর মহাদেব মন্দির যেমন কাদায় ডুবতে বসেছে তেমনি আইটি পার্কের অবস্থাও করুন। আইটি পার্কের বগু গাড়ি কাদার স্রোতে তলিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কারলিগড় এলাকায় যে ধ্বংস শুরু হয়েছে, তা অবিশ্বাস্য।

আরও পড়ুন: Uttarakhand Cloudburst Video: মেঘভাঙা বৃষ্টির ভয়াল রূপ, ফুলে ফেঁপে উঠছে চন্দ্রভাগা, নদীর জলোচ্ছ্বাসে মানুষ-সমেত আটকে পড়ল বিশালাকার ট্রাক, দেখুন

দেখুন কারলিগড়ের কী করুণ পরিণতি...

 

 

দেরাদুনের সহস্রধারায় বন্যা দেখা দেয়। মেঘভাঙা বৃষ্টির পরই আচমকা সহস্রধারা নদীর ফেটে পড়ে। তারপর থেকেই শুরু হয় বন্যা। প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়তে শুরু করে বাড়িঘর, দোকানপাট সবকিছু।

দেখুন প্রবল বেগে ছুটছে সহস্রধারা...

 

দেখুন দেরাদুনের কী ভয়ঙ্কর পরিণতি সোমবার রাত থেকে...

 

তমসা নদী প্রবল গতিতে ছুটছে। নদীর জলে ডুবতে বসেছে তপকেশ্বর মন্দির। ওই মন্দিরের পুরোহিত জানান, মঙ্গলবার ভোর ৫টা থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তমসা নদীর জল প্রায় মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে। এই পরিস্থিতি যদি আরও কিছু সময় চলে, তাহলে আর কোনও কিছু রক্ষা করা সম্ভব হবে না বলে জানান ওই মন্দিরের পুরোহিত বিপিন যোশী। মানুষ যাতে নদীর কাছাকাছি না যান, সে বিষয়ে একাধিকবার আবেদন করতে শোনা যায় তপকেশ্বর মন্দিরের পুরোহিতকে।

দেখুন তমসা নদীর ভয়ঙ্কর রূপ...

 

দেখুন সহস্রধারার জলে ভেসে যাচ্ছে সমস্ত দেকানপাট...

 

উত্তরাখণ্ডে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। এই বিপর্যয়ের সময়ে কেন্দ্র উত্তরাখণ্ডের পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রীর ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেন। উদ্ধার কাজে যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত ধরনের সাহায্য করবে বলেও শাহ জানান।