
দিল্লি, ২ জুন: সময়ের আগেই এবার ঢুকে পড়েছে বর্ষা (Monsoon Rain)। মৌসুমি বায়ুর প্রভাবে গোটা দেশের বিভিন্ন অঞ্চলে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়ছে না উত্তর-পূর্বের রাজ্যগুলিও (Northeast)। ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যে হারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অরুণাচল প্রদেশ (Arunachal pradesh)। অরুণাচলে এবার যে হারে বৃষ্টি শুরু হয়েছে, তাতে ভয় ধরছে স্থানীয়দের মনে। তেমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)।
কেন্দ্রীয় মন্ত্রী যে ভিডিয়ো (Video) পোস্ট করেন, সেখানে দেখা যায়, ভারত, চিন এবং মায়ানমার সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে আনজাও নামে একটি জেলা রয়েছে। সেই জেলায় যে ঝুলন্ত সেতু রয়েছে, সেখানে শুরু হয়েছে হড়পা বান। পাহাড়ি নদী বেয়ে হু হু করে জল নামতে শুরু করেছে। পাহাড়ি নদীতে (River) হড়পা বানের জেরে যখন, চারপাশ ভেসে যাচ্ছে, তার মধ্যে দিয়ে ঝুলন্ত সেতু পার হচ্ছেন এক যুবক। জীবনের বাজি রেখে ওই যুবককে দেখা যায়, আনজাও সেতু পার হতে।
অরুণাচল প্রদেশে বৃষ্টি শুরু হলে, তার সেই রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং সেখানকার মানুষ কীভাবে দিন যাপন করেন, সেই ছবি তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।
দেখুন কিরণ রিজিজুর পোস্ট করা সেই ভিডিয়ো...
ArunachalPradesh receives heaviest Monsoon rains in the world. Got this video of a man crossAing traditional hanging bridge in Anjaw district, Arunachal Pradesh near tri-junction of India, China & Myanmar border. Please remain careful & safe. Govt will provide necessary support. pic.twitter.com/GZ9ypeOzZj
— Kiren Rijiju (@KirenRijiju) June 1, 2025
আনজাও জেলার ওই ভিডিয়ো পোস্ট করে রিজিজু সেখানকার প্রত্যেককে সাবধানে থাকার পরামর্শ দেন। পাশাপাশি এই ধরনের সমস্যায় সরকারের তরফে সমস্ত ধরনের সাহায্য করা হবে।