মিগ-২৯ (Photo: Wikimedia Commons)

নতুন দিল্লি, ২ জুলাই: রাশিয়া থেকে ৩১টি যুদ্ধবিমান কেনায় ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রক। এই ৩১টি বিমানের মধ্যে রয়েছে ১২ টি সুখোই-৩০ এমকেআই (Su-30MKIs) এবং ২১ টি মিগ-২৯ এস (MiG-29s)। এছাড়াও বায়ুসেনার হাতে থাকা ৩৯ টি মিগ -২৯ এস যুদ্ধবিমানের উন্নীতকরণ করা হবে। এই প্রকল্পগুলিতে মোট ব্যয় হবে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ুসেনা ও এবং নৌসেনার জন্য ২৪৮টি অস্ত্র মিসাইল (Astra missile) কেনায় ছাড়পত্র দিয়েছে। নতুন ১০০০ কিলোমিটার স্ট্রাইক রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের নকশা ও তৈরিতেও অনুমোদন দিয়েছে। এই ক্রুজ মিসাইল তৈরি করবে ডিআরডিও। আরও পড়ুন: MHA: আধাসামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টস পদে যোগ দিতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষও, যুগান্তকারী সিদ্ধান্তের পথে কেন্দ্র

প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছ, প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ৩৮ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের এই প্রস্তাবগুলিতে অনুমোদন দিয়েছে। যার মধ্যে ৩১ হাজার ১৩০ কোটি টাকা মূল্যের সামগ্রী ভারতীয় শিল্প থেকে নেওয়া হবে। তার মধ্যে রয়েছে পিনাকা রকেট লঞ্চার, বিএমপি কমব্যাট ভেহিকলসের আপগ্রেড।