ফাইল ফোটো । (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২ জুলাই: আধাসামরিক বাহিনীতে (Central Paramilitary Forces) সহকারি কমান্ড্যান্ট (Assistant Commandants) পদে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের মতামত জানাতে বলল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে 'সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টস) এগজামিনেশন ২০২০’ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ সংক্রান্ত নিয়মাবলীর ড্রাফট করতে ও এই বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), এসএসবি (SSB) ও সিআইএসএফ (CISF) -এর কর্তৃপক্ষের কাছে তৃতীয় লিঙ্গের মানুষদের আধাসামরিক বাহিনীগুলিতে অ্যাসিসটেন্ট কমান্ডান্ট হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (অ্যাসিসটেন্ট কমান্ডান্টস) এগজামিনেশন ২০২০-র পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে হওয়ার কথা। যদি স্বরাষ্ট্র মন্ত্রক আধা সামরিক বাহিনীগুলির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে যায়, তবে তাদের মতামত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনক জানানো হবে। এরপরই পরীক্ষার আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করা হবে। আরও পড়ুন: Coronavirus Testing: কেবল মাত্র সরকারি নয়, রেজিস্টারড চিকিৎসকের প্রেসক্রিপশন হলেই করা যাবে করোনা টেস্ট

স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ৭ হাজার ৮৮৯টি সহকারি কমান্ড্যান্ট পদ রয়েছে। সব থেকে বেশি রয়েছে সিআরপিএফে, ৩ হাজার ৫৪ টি পদ। এরপরে বিএসএফ (১ হাজার ৮৮৮), আইটিবিপি (৭১৬) আইটিবিপি, সিআইএসএফ (৭২৫) এবং এসএসবি (৫৪২) রয়েছে।