ধরমশালা, ৩১ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। এই ভয়াবহ ভাইরাসের প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে প্রস্তুতি। বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধানদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। এমনটাই লিখেছেন দলাই লামা। “ সার্কভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের মাধ্যমে করোনা মোকাবিলায় যে জরুরি কালীন ফান্ড তৈরি করেছেন। এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের আক্রান্ত দেশে পাঠানো সিদ্ধান্ত নিয়েছেন। কীভাবে কোভিড-১৯কে পরাস্ত করা যায় তার চিন্তাভাবনার নিত্য আদানপ্রদান করছেন। এজন্য আপনাকে ধন্যবাদ দিতে চাই।” মোদিকে লিখলেন তিব্বতী ধর্মগুরু। আরও পড়ুন-Mental Illness Cases Rise: লকডাউনের জেরে চাকরি সঞ্চয় খোয়ানোর ভয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্বাস্থ্যমন্ত্রকের নয়া অ্যাডভাইজরি
দলাই লামা আরও বলেন, শুধু এখনই নয়, ভবিষ্যতে যদি বড় কোনও সমস্যা আসে তাহলে আজকে তৈরি হওয়া মডেল তখনও সমাধানের পথ দেখাবে। সহানুভূতি ও সমর্থন স্বরূপ দলাই লামা ট্রাস্ট থেকে সামান্য কিছু অনুদান দিতে চাই পিএম কেয়ার ফাউন্ডেশনে। যা এই বিপর্যয়ের সময় আক্রান্ত মানুষের সেবায় কাজে আসবে। একইভাবে আমি চাই আমার অফিসের কর্মীরা তাঁদের একদিনের বেতন এই ফান্ডে জমা করুন। আমি এও জানি যে লকডাউনের জেরে ঘরবন্দি থাকতে হচ্ছে সবাইকে। উপার্জন নিয়ে সবাই চিন্তিত। চাকরি থাকবে কি না। রাত ফুরোলে খাবেন কি। আশাকরি পিএম কেয়ার ফান্ড এই মানুষদের পাশে থাকবে। সংক্রমণ রুখতে কেন্দ্রের লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলাই লামা। পাশাপাশি তিনি এ-ও জানিয়ে মারণ ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সেজন্য তিনি প্রার্থনা করবেন।