হায়দরাবাদ, ২৭ অক্টোবর: ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha Update) নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। মন্থার প্রভাবে ইতিমধ্যেই ভাইজ়াগে বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবে হঠাৎ করেই অন্ধ্রের একাধিক জায়গার আবহাওয়া পালটে যেতে শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভাইজ়াগে (Vizag) যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। যার গতিবেগ ৫০ থেকে ৭০ কিলোমিটার রয়েছে প্রতি ঘণ্টায়।
আবহাওয়া দফতরের (IMD) রিপোর্ট অনুযায়ী, ২৮ অক্টোবর মন্থা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের উপর দিয়ে পার করবে। মছলিপত্তনম, কলিঙ্গপত্তনমের পাশাপাশি কাকিনাড়ার উপর দিয়েও মন্থা অগ্রসর হবে। ওই সময় মছলিপত্তনম, কলিঙ্গপত্তনম, কাকিনাড়া-সহ অন্ধ্রপ্রদেশে ঝড়ের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কোনও কোনও জায়গায় মন্থার গতিবেশ আগামীকাল প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতায় প্রকাশ করা হয়েছে।
মন্থার প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্ধ্রের সব স্কুল, কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও।
দেখুন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভাইজ়াগে বৃষ্টি শুরু হয়েছে তুমুল। ভাইজ়াগের পাশাপাশি আনাকপল্লী, ভিজিয়ানগরম,শ্রীকাকুলামেও আগামী ৪৮ ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে...
Heavy rainfall in vizag city .. Few areas touched 50-70mm mark already now. Stay alert #CycloneMontha pic.twitter.com/KY5qOVx7iT
— Vizag weatherman🇮🇳 (@KiranWeatherman) October 27, 2025
মন্থার প্রভাবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অন্ধ্রপ্রদেশে তুমুল বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। ওড়িশায় বৃষ্টি হবে ২৮ এবং ২৯ অক্টোবর। ছত্তিশগড়েও ২৮ অক্টোবর বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এই ৩ রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ২৮ অক্টোবর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টির পরিমাণ চলতি সপ্তাহের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।
সাইক্লোন মন্থার প্রভাবে ওড়িশার আবহাওয়ায় পালটাতে শুরু করেছে। সোমবার দুপুর গড়াতেই ওড়িশার একাধিক জায়গার আকাশ কালো হয়ে আসতে শুরু করেছে।