Viral Crypto Chaiwala: বেঙ্গালুরুতে দেখা মিলল এক ভাইরাল চায়ে ওয়ালার! টাকা নেওয়ার অভিনব উপায়ে তাজ্জব শিল্পপতি (দেখুন ছবি)

বেঙ্গালুরুঃ  আজকাল কোনোকিছু  কেনাকাটি করতে গেলে সাধারনত  আমরা অনলাইন এ প্রেমেন্ট  করে থাকি। অনলাইন  প্রেমেন্ট করা এখন একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যখন সবকিছু অনলাইনে পেমেন্ট হচ্ছে  তাহলে চায়ের বেলায় হবে না কেন?  ভারতবর্ষের শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)  এমনি একটি  চা বিক্রেতার (Crypto Chaiwala),ছবি টুইট করেন এবং ক্যাপশানে লেখেন 'নতুন ভারত'।  ছবিটি  নেটিজেনদের  মনোযোগ আকর্ষন করেছে। বেঙ্গালুরুর ( Bengaluru) শহরের  এক পথের পাশে একটি চা বিক্রেতার  ছবিটি দেখা যাচ্ছে   যে বিক্রেতাটির  স্টলে   তার পাশে রাখা একটি বোর্ডে লেখা আছে 'এখানে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হয়'। চা বিক্রেতার এরকম এক অনন্য  ধরণার জন্য 'ক্রিপ্টোকারেন্সি চায়ে ওয়ালা' নামে ভাইরাল হয় সেই ব্যক্তি।