| Representational Image | (Photo Credits: Flickr)

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেক মানুষ কোভিড টিকার (Covid-19 Vaccine) দুটি ডোজ নিয়েছেন। আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Health Minister Dr Mansukh Mandaviya)। টিকাকরণ (Covid-19 Vaccination) শুরু হওয়ার ১১ মাসের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছে দেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। কারণ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষকে এখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।"

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। যার ফলে মোট কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ২৫৫। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জনের। গতকাল পর্যন্ত দেশে মোট ১২৭ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Civilians killed In Nagaland: ‘বিদ্রোহ বিরোধী ’ অভিযানে গিয়ে 'ভুল' করে গুলি সেনার, নাগাল্যান্ডের মন জেলায় নিহত ১৩ নিরীহ গ্রামবাসী

করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দেশে এখনও পর্যন্ত ৪ জনের শরীরে এই প্রজাতি পাওয়া গিয়েছে। তাই কেন্দ্রীয় সরকার টিকাকরণে জোর দিতে চাইছে, যাতে পরিস্থিতি আবারও হাতের বাইরে না চলে যায়। বুস্টার শট দেওয়া নিয়েও আলোচনা চলছে শীর্ষস্তরে।