দেরাদুন, ২ অক্টোবর: তীব্র শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হলেন উত্তরাখণ্ডের কেন্দ্রীয় মন্ত্রী হরক সিং রাওয়াত (Harak Singh Rawat)। গত ২৩ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের এই বিজেপি নেতার করোনা টেস্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন হরক সিং রাওয়াত। উত্তরাখণ্ড বিধানসভার সদস্য হরক সিং রাওয়াত ২০১৭ সালে কোটদ্বার কেন্দ্র থেকে নির্বাচিত হন। গত জুন মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং। সেলফ কোয়ারেন্টাইনে কাটানোর পরে ফের টেস্ট হলে রিপোর্ট নেগেটিভ আসে। রাজ্যের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ পরিবারের পাঁচ সদস্য-সহ সস্ত্রীক করোনায় আক্রান্ত হলে তৎক্ষণাৎ তিন কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী সেলফ কোয়ারেন্টাইনে চলে যান। আরও পড়ুন- Coronavirus Cases In India: প্রায় ৬৪ লাখ নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনার বলি লাখ ছুঁই ছুঁই
উত্তরাখণ্ডে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ২৪৮। বৃহস্পতিবার সারাদিনে সেখানে নতুন করে করোনার গ্রাসে ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনার বলি ১৪ জন। রাজ্যে সবমিলিয়ে কোভিডে মৃত ৬২৫ জন। দেরাদুনেই এবার সবথেকে বেশি দৈনিক সংক্রমণ ৬২ এর পরেই ৫৩ জন আক্রান্তকে নিয় দ্বিতীয় স্থানে রয়েছে উধম সিং নগর। ৫০ জন করোনা আক্রান্ত নৈনিতালে। হরিদ্বারে ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে। চামোলিতে ৪১ জন করোনা আক্রান্ত। পাউরিতে করোনা আক্রান্ত ৩৯ জন। রুদ্রপ্রয়াগে ২৬ জন করোনা আক্রান্ত। চাম্পওয়াতে ১৪ জন করোনা আক্রান্ত। আলমোরাতে ১৩ জন। পিথোড়াগড়ে ৯ জন কোভিড রোগী। উত্তরকাশীতে ৭ জন। বাঘেশ্বরে ৬ জন ও তেহরিতে ১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।