নতুন দিল্লি, ২ অক্টোবর: ৮১ হাজার ৪৮৪ জন নতুন আক্রান্তকে নিয়ে শুক্রবার দেশের মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৬৪ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৯৫ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬৩ লাখ ৯৪ হাজার ৬৯ জন। এর মধ্যে ৯ লাখ ৪২ হাজার ২১৭টি অ্যাকটিভ কেস। করোনাকে জয় করে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫২ হাজার ৭৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত ৯৯ হাজার ৭৭৩ জন। আইসিএমআর মোট ৭ কোটি ৬৭ লাখ ১৭ হাজার ৭২৮টি নমুনার করোনা টেস্ট করেছে। গতাকল সোমবার মোট ১০ লাখ ৯৭ হাজার ৯৪৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Uttar Pradesh Horror: ফের যোগীর রাজ্যে মাথা থেঁতলে খুন কিশোরী, ধর্ষণের পরই প্রমাণ লোপাটে হত্যা; দাবি পরিবারের
ভারতে কোভিড রোগীর সংখ্যা প্রায় ৬৪ লাখ
India's #COVID19 tally reaches 63,94,069 with a spike of 81,484 new cases & 1,095 deaths reported in last 24 hours.
The total cases include 9,42,217 active cases, 53,52,078 cured/discharged/migrated & 99,773 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/XxeMtrrlpa
— ANI (@ANI) October 2, 2020
দেশের ৪১.৫৩ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছে গত সেপ্টেম্বরে। সব মিলিয়ে গত মাসে মোট ২৬ লাখ ২১ হাজার ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতমাসে দেশে মোট করোনার বলি ৩৩ হাজার ৩৯০ জন। তবে শুধু সংক্রণও নয় দেশে প্রতিদিন করোনা টেস্টের সংখ্যাও আশাজনক ভাবে বেড়েছে। এই মুহূর্তে প্রতিদিন টেস্টের সংখ্যা প্রায় ১৫ লাখেরও বেশি। তবে আশার খবর এই যে ভারতে অ্যাকটিভ কেস টানা ১০ ধিন ধরে ১০ লাখেরও নিচে রয়েছে। এই মহামারীতে সব থেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। বৃহন্মুম্বই পুরসভার তথ্যানুসারে বৃহস্পতিবার সারাদিনে শুধু মুম্বইতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। দেশের বাণিজ্য নগরীতে গতকাল করোনায় মৃত ৪৩ জন।