Coronavirus Cases In India: প্রায় ৬৪ লাখ নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনার বলি লাখ ছুঁই ছুঁই

৮১ হাজার ৪৮৪ জন নতুন আক্রান্তকে নিয়ে শুক্রবার দেশের মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৬৪ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৯৫ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬৩ লাখ ৯৪ হাজার ৬৯ জন। এর মধ্যে ৯ লাখ ৪২ হাজার ২১৭টি অ্যাকটিভ কেস। করোনাকে জয় করে ইতিমধ্যেই সুস্থ হয়ে উtitle="Ram Navami 2024 Mehendi: রাম নবমী উপলক্ষে নিজের সুন্দর হাত দুটোকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন মেহেন্দিতে">Ram Navami 2024 Mehendi: রাম নবমী উপলক্ষে নিজের সুন্দর হাত দুটোকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন মেহেন্দিতে
  • Chaitra Navratri Ashtami: চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে পুজো করা হয় মা মহাগৌরীর, জেনে নিন অষ্টমীর পুজোর গুরুত্ব...
  • World Liver Day 2024: লিভার সবসময় সুস্থ রাখতে ত্যাগ করতে হবে এই বদ অভ্যাস...
  • Close
    Search

    Coronavirus Cases In India: প্রায় ৬৪ লাখ নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনার বলি লাখ ছুঁই ছুঁই

    ৮১ হাজার ৪৮৪ জন নতুন আক্রান্তকে নিয়ে শুক্রবার দেশের মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৬৪ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৯৫ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬৩ লাখ ৯৪ হাজার ৬৯ জন। এর মধ্যে ৯ লাখ ৪২ হাজার ২১৭টি অ্যাকটিভ কেস। করোনাকে জয় করে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫২ হাজার ৭৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত ৯৯ হাজার ৭৭৩ জন।

    দেশ Shammi Huda|
    Coronavirus Cases In India: প্রায় ৬৪ লাখ নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনার বলি লাখ ছুঁই ছুঁই
    করোনাভাইরাস (Photo Credits: IANS)

    নতুন দিল্লি, ২ অক্টোবর: ৮১ হাজার ৪৮৪ জন নতুন আক্রান্তকে নিয়ে শুক্রবার দেশের মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৬৪ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৯৫ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬৩ লাখ ৯৪ হাজার ৬৯ জন। এর মধ্যে ৯ লাখ ৪২ হাজার ২১৭টি অ্যাকটিভ কেস। করোনাকে জয় করে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫২ হাজার ৭৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত ৯৯ হাজার ৭৭৩ জন। আইসিএমআর মোট ৭ কোটি ৬৭ লাখ ১৭ হাজার ৭২৮টি নমুনার করোনা টেস্ট করেছে। গতাকল সোমবার মোট ১০ লাখ ৯৭ হাজার ৯৪৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Uttar Pradesh Horror: ফের যোগীর রাজ্যে মাথা থেঁতলে খুন কিশোরী, ধর্ষণের পরই প্রমাণ লোপাটে হত্যা; দাবি পরিবারের

    ভারতে কোভিড রোগীর সংখ্যা প্রায় ৬৪ লাখ

    দেশের ৪১.৫৩ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছে গত সেপ্টেম্বরে। সব মিলিয়ে গত মাসে মোট ২৬ লাখ ২১ হাজার ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতমাসে দেশে মোট করোনার বলি ৩৩ হাজার ৩৯০ জন। তবে শুধু সংক্রণও নয় দেশে প্রতিদিন করোনা টেস্টের সংখ্যাও আশাজনক ভাবে বেড়েছে। এই মুহূর্তে প্রতিদিন টেস্টের সংখ্যা প্রায় ১৫ লাখেরও বেশি। তবে আশার খবর এই যে ভারতে অ্যাকটিভ কেস টানা ১০ ধিন ধরে ১০ লাখেরও নিচে রয়েছে। এই মহামারীতে সব থেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। বৃহন্মুম্বই পুরসভার তথ্যানুসারে বৃহস্পতিবার সারাদিনে শুধু মুম্বইতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। দেশের বাণিজ্য নগরীতে গতকাল করোনায় মৃত ৪৩ জন।

    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change
    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change