দিল্লি, ১৩ জানুয়ারি: কেরলে (Kerala) একবারে ৫৯ জন ওমিক্রনে (Omicron) আক্রান্ত। এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। রিপোর্ট প্রকাশ, কেরলে এবার যে ৫৯ জন একযোগে করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ৪৭ জন বিদেশ থেকে এসেছেন। ৪২ জন এসেছেন কম বিপজ্জনক দেশ থেকে। ৫ জন এসেছেন বিপজ্জনক দেশ থেকে। বাকি ৯ জন সংক্রমিতর ছোঁয়ায় আক্রান্ত এবং শেষের ৩ জন অন্য রাজ্য থেকে কেরলে এসেছেন বলে খবর। কেরল স্বাস্থ্য দফতরের কথায়, এই নিয়ে কেরল মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০।
59 more Omicron cases confirmed in Kerala. Out of 59 confirmed cases today- 42 from low-risk countries, 5 from high-risk countries and 9 through contact, and 3 from other states; total Omicron tally 480 : Kerala Health Department
— ANI (@ANI) January 13, 2022
আরও পড়ুন: Omicron: ওমিক্রন 'বিপ্পজনক' ভাইরাস, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
গোটা দেশে হু হু করে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। ডেল্টার পরিবর্তে বর্তমানে বেশিরভাগ মানুষের শরীরে থাবা বসাচ্ছে ওমিক্রন। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও হু হু করে থাবা বসাচ্ছে করোনার এই নয়া প্রজাতি।
বৃহস্পতিবারও দিল্লিতে (Delhi) আক্রান্তের সংখ্যা সাড়ে সাতাশ হাজার হতে পারে। আজ এমনই আশঙ্কা প্রকাশ করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ( Satyendar Jain)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুধবারের মতো বৃহস্পতিবারও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সাড়ে সাতাশ হাজার ছাড়াতে পারে। গত ৪ দিন ধরে দিল্লিতে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। যা সদর্থক। সেই কারণে এই মুহূর্তে রাজধানী শহরে লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই বলে জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।