নয়াদিল্লিঃ আগরতলার(Agartala) পর এ বার মহারাষ্ট্র(Maharashtra)। বেআইনি ভাবে বসবাসের অপরাধে থানে থেকে গ্রেফতার চার বাংলাদেশি(Bangladeshi Nationals)। থানের ধর্ম নিবাস এলাকার সাই নিবাস থেকে গ্রেফতার করা হয় এই তিনজনকে। জানা গিয়েছে, এই আবাসনে বেআইনিভাবে থাকছিল তিনজন মহিলা এবং এক ব্যক্তি। খবর পেয়ে ওই আবাসনে হানা দেয় পুলিশ। এরপরই তাদের গ্রেফতার করে কনগাও থানার পুলিশ।
থানে থেকে গ্রেফতার চার বাংলাদেশি
এই চারজনের থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, রবিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রেনে চেপে কলকাতায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল ওই তিনজনের। আগরতলা রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয় এই তিন। জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের নাম ছোটন দাস(১৯), বিষ্ণু চন্দ্র দাস (২০) এবং মহম্মদ মালেক(৩০)। বিষ্ণু এবং ছোটন নোয়াখালির বাসিন্দা। আর মালেক হাবিবগঞ্জের।
আগরতলার পর থানে, বেআইনি ভাবে প্রবেশ, গ্রেফতার চার বাংলাদেশি
Thane, Maharashtra: Police have arrested three Bangladeshi men and one woman for living illegally in the Sai Apartment, Dharm Niwas area of the Kongaon police station jurisdiction in Bhiwandi. A total of four Bangladeshis have been arrested, and items worth ₹40,000 have also… pic.twitter.com/wqADDrEyAW
— IANS (@ians_india) December 23, 2024