ইন্দোর, ১৪ মার্চ: মাঝেমধ্যেই তিনি বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন। এবার আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এবার তাঁর দাবি, আমাদের দেশে ৩৩ কোটি দেব-দেবীর বাস, করোনাভাইরাসের (Coronavirus) কোনও ক্ষতি করতে পারবে না। সম্প্রতি ইন্দোর প্রশাসন রং পঞ্চমি উপলক্ষে একটি অনুষ্ঠান বাতিল করে। এরপরই এই মন্তব্য করেন বিজয়বর্গীয়।
বিজয়বর্গীয় বলেন, "এখানে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন বলে করোনাভাইরাস ভারতের মানুষের ক্ষতি করতে পারবে না।" তিনি আরও যোগ করেন, "এই কারণেই তিনি ভগবান হনুমানকে "করোনা হনুমান ধ্বংস করার" উপাধি দিয়েছিলেন। আরও পড়ুন: Coronavirus Outbreak: মালদা মেডিকেল কলেজে খোলা হচ্ছে ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড
ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৪ জন।তাঁদের মধ্যে ১০ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। তাঁদের হাসপাাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে দু’জনের। সংক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।