করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৬ মে: দেশে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমলো করোনা (COVID-19) সংক্রমণের সংখ্যা। তবে চিন্তায় রাখল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। করোনা প্রাণ কেড়েছে ৪,০৭৭ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৪৬,৮৪,০৭৭।

দৈনিক সংক্ৰমণ কমার পাশাপাশি আরও একটি ইতিবাচক দিক মোট সুস্থতার সংখ্যা। মোট ২,০৭,৯৫,৩৩৫ জন এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। যেখানে মোট মৃতের সংখ্যা ২,৭০,২৮৪ জন। মৃত্যুর নিরিখে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। তবে এখনও করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩৬,১৮,৪৫৮ জন। এই সংখ্যাটা উদ্বেগজনক। দেশে এখনও পর্যন্ত মোট ১৮,২২,২০,১৬৪ জনকে টিকাকরণ করানো গিয়েছে।

আরও পড়ুন, রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু, কিছুটা কমল আক্রান্তের সংখ্যা

শনিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছিল ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। তার আগের দিন দৈনিক নয়া আক্রান্ত ছিল ৩ লক্ষ ৪৩ হাজার। মানে দৈনিক আক্রান্ত ১৭ হাজারের মত কমেছিল। সেদিন মৃত্যু সংখ্যা ছিল ৩৮৯০ জন। তুলনায় রবিবার মৃত্যু সংখ্যা অনেকটা বেড়ে গেল।

সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে দিল্লি (Delhi), মহারাষ্ট্র, ( Maharashtra), গুজরাট (Gujrat), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ছত্তিশগড়। বাদ নেই বাংলাও। স্বাস্থ্য দফতরের শেষ খবর অনুযায়ী বাংলায় কোভিডে দৈনিক সংক্রমণ ১৯,৫১১ জন।