Coronavirus Cases in India: ফের ভাঙল রেকর্ড! একদিনে করোনায় আক্রান্ত ১১ হাজার ৯২৯, মৃত্যুতে এশিয়ার শীর্ষে ভারত
ভারতে করোনা (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৪ জুন: রবিবার ভারতে (India) আবার রেকর্ড ভাঙল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১১,৯২৯ জন নতুন করে COVID-19-এ আক্রান্ত। মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,২০,৯২২। শনিবার সকাল থেকে কোভিড -১৯ এ মৃত্যুর সংখ্যা ৩১১ জন।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯,১৯৫। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানায়, দেশে ১,৪৯,৩৪৮ টি সক্রিয় মামলা রয়েছে। এরই মধ্যে মারণ ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে ১,৬২,৩৭৯ জন। এদের মধ্যে একজন ব্যক্তি যিনি অন্য দেশে পাড়ি দেন।

এদিকে, ভারতে সুস্থতার হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। মন্ত্রকের মত অনুসারে, দেশে করোনাভাইরাসে মৃতেরয় বেশিরভাগ কোমরবিডিটির কারণে হয়েছে। মহারাষ্ট্র এখনও দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে এখনও অব্যাহত রয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই, এক লক্ষেরও বেশি মানুষ করোনভাইরাসে আক্রান্ত হন। এখনও পর্যন্ত, রাজ্যে ১,০৪,৫৬৮ জন সেখানে করোনাক্রান্ত। ৩,৮০০ এরও বেশি মানুষ মারণ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে ৫১,৩৯২ টি অ্যাক্টিভ কোভিড -১৯ কেস রয়েছে। এরই মধ্যে ৪৯,৩৬৬ জন রোগী আরোগ্য লাভ করেছেন। আরও পড়ুন, করোনা পরিস্থিতিতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় বাদ পড়লেন সাধারণ মানুষ, পুরীর রথ টানবেন পাঁচ হাজার সেবায়েত

করোনা মৃত্যুতে ইরানকে পিছনে ফেলে এশিয়ার (Asia) দেশগুলির মধ্যে শীর্ষে উঠে এসেছে ভারত। ইরানে মোট মৃত্যু ৮,৭৩০ জনের। ৪,৭৯২ মৃত্যু নিয়ে তিনে তুরস্ক। তার পরেই রয়েছে চিন। ৪,৬৩৪ জনের মৃত্যু হয়েছে। পাঁচে আছে পাকিস্তান। এ পর্যন্ত সেখানে ২,৫৫১ জন করোনায় মারা গিয়েছেন। কোভিড-১৯ (Covid-19) সংক্রমণের নিরিখে ভারতের অবস্থান চারে। আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরেই। এই পরিস্থিতি নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকে বাগে আনতে তিনি এখন নয়া কৌশল খুঁজছেন।