অ্যালার্জিক রিঅ্যাকশন (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৫ অক্টোবর: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের হাতে স্ট্যাম্প লাগিয়ে দেন বিমানবন্দরের কর্মীরা। সেই স্ট্যাম্পের কালিতেই এবার বিপত্তি। কংগ্রেস নেতা মধু গৌড় ইয়াসখির (Madhu Goud Yaskhi) হাতে এলার্জি বেরিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি টুইট করে বিষয়টি অসমারিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীর নজরে আনেন। কী ধরনের কালি যাত্রীদের হাতে স্ট্যাম্প মারতে ব্যবহার করে বিমানবন্দর কর্তৃপক্ষ তা জানতে চেয়েছেন ওই কংগ্রেস নেতা। বলেছেন, “দয়া করে আমাকে জানবেন কী স্ট্যাম্পের কালিতে কি ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। যার জেরে আমার হাতে এমন এলার্জি হল।” টুইট করে উত্তরও দিয়েছেন হরদীপ সিং পুরী। আরও পড়ুন-Barrackpore Bandh: মণীশ শুক্লা খুনে সোমবার ১২ ঘণ্টার বারাকপুর বনধের ডাক বিজেপির

কংগ্রেস নেতার টুইট

তিনি লিখেছেন, “বিষয়টি আমার নজরে আনার জন্য ধন্যবাদ। এনিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথ বলব।” এরপরেই দিল্লি বিমানবন্দরের তরফে অফিসার টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। “এই অযাচিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটি স্ট্যান্ডার্ড কালি থেকেই স্ট্যাম্প দেওয়া হয়। তবে আপাতত কালিটিকে স্ট্যাম্পের কাজে ব্য়বহার করা হচ্ছে না। প্রথমে কালিটিকে যথাযথ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে রাজ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতবড় ঘটনা প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ।”