Photo Credits: ANI

নয়াদিল্লি: বুধবার লোকসভার দর্শক গ্যালারিতে নিরাপত্তা লঙ্ঘনের (Security breach in Lok Sabha) ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। বিকেল চারটের সময় এই ঘটনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই বৈঠক থেকে বেরিয়ে এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Congress Leader Adhir Ranjan Chowdhury)। আরও পড়ুন: Lok Sabha Security Breach: নিরাপত্তারক্ষী নয়! গ্যাস ছড়ানো যুবককে বেধড়ক পেটালেন সংসদদের সদস্যরাই, দেখুন ভিডিও

এপ্রসঙ্গে তিনি বলেন, "বিকেল ৪ টের সময় সর্বদলীয় বৈঠক (all-party meeting) ডাকেন স্পিকার। এই বৈঠকে নিরাপত্তা (security) সংক্রান্ত বিষয়গুলি উত্থাপিত হয়। আমরা স্পিকারের সামনে আরও বেশ কিছু বিষয় উত্থাপন করেছি। আজ যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা নিয়েও আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে যে ১৩ ডিসেম্বর কিছু সন্ত্রাসী সংগঠন (terrorist organisations) সংসদে হামলা করবে। সরকার এই বিষয়ে সচেতন ছিল। তারপরও এই ঘটনা ঘটল কেন? আমরা স্পিকারের কাছে অনুরোধ করেছি যে এই ঘটনার বিস্তারিত তদন্ত করা উচিত। আমরা স্পিকারকে (Speaker) অন্যান্য পরামর্শও দিয়েছিলাম।" আরও পড়ুন: PM Modi Helped In Moving Table: ছত্তিশগড়ে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে মঞ্চের টেবিল সরালেন প্রধানমন্ত্রী মোদি, রায়পুরের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: