Lok Sabha (Photo Credit: X)

নয়াদিল্লি: আজ সংসদে জঙ্গি হামলার ২২ বছর পূর্তির দিন। ২০০১ সালে আজকের দিনেই সংসদে হামলা (Parliament Attack) চালায় পাঁচ সশস্ত্র জঙ্গি। প্রতিনিধিদের প্রাণ বাঁচাতে সেদিন শহিদ হয়েছিলেন ৯ জন নিরাপত্তারক্ষী। সেই স্মৃতি উস্কে আজ মারাত্মক কাণ্ড ঘটল লোকসভায় (Lok Sabha)। লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন হঠাৎই দুই ব্যক্তি দর্শক গ্যালারি থেকে লোকসভার ভিতরে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা  একপ্রকার গ্যাস ছড়িয়ে দেন, যা থেকে হলুদ রঙের ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় সংসদের অধিবেশন চত্বর। এরপর নিরাপত্তারক্ষীদের আগেই সংসদ সদস্যরা ওই গ্যাস ছড়ানো যুবককে ধরে বেধড়ক মারধর করেন। আরও পড়ুন: Security Breach In Lok Sabha: লোকসভা ঘিরে ফেলল দিল্লি পুলিশ

ঘটনার পর সংসদ থেকে বাইরে বের করা হয় সেখানে উপস্থিত থাকা সমস্ত সাংসদদের। কিছুক্ষণের জন্য মুলতুবি থাকে লোকসভার অধিবেশন। জানা গিয়েছে, দুই ব্যক্তিই সংসদ সদস্যদের নামে তৈরি ভিজিটর পাস পেয়ে লোকসভায় প্রবেশ করেছিলেন। সূত্রে খবর সংসদের বাইরে ছিলেন আরও দুজন। তাঁদের চারজনকেই আটক করা হয়েছে। কিন্তু আজকের দিনেই এই ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে গ্যাস ছড়ানো যুবককে সংসদ সদস্যরা যেভাবে বেধড়ক মারধর করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ।

দেখুন