রাঁচি, ২৮ জুলাই: গত বছর জুলাইয়ের শেষে হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বান্ডিল বান্ডিল টাকা। ওই গাড়িতে থাকা তিন কংগ্রেস বিধায়ককেও গ্রেফতার করা হয়েছিল ৷ গ্রেফতার হওয়া তিন কংগ্রেস বিধায়কের নাম ছিল- রাজেশ কাশ্যপ, নমন বিক্সাল এবং ইরফান আনসারি (জামতারা)। তাদের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। গ্রেফতার হওয়া তিন বিধায়কদের সাসপেন্ড করেছিল কংগ্রেস। কিন্তু এক বছরের মধ্যেই তিন বিধায়কের উপর থেকে নির্বাসন বা সাসপেনসন তুলে নিল হাত শিবির।
এই কাণ্ডে নাম জড়িয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-র। অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের কায়দায় ঝাড়খণ্ডে ইউপিএ সরকারকে ফেলতে কংগ্রেস বিধায়কদের বিপুল টাকা দিয়ে কেনেন বিজেপি নেতা হিমন্ত। সেই সময় হাওড়ায় কংগ্রেস বিধায়কদের টাকার বান্ডিল সহ ধরা পড়ে নিয়ে ব্যাপক ঝড় উঠেছিল। কিন্তু শেষ অবধি হিমন্ত সোরেনের সরকার ভাঙতে পারেনি বিজেপি। আরও পড়ুন-আলমারি চুরি, পথে বসল সর্বস্বান্ত কৃষক পরিবার
দেখুন টুইট
#Congress ended suspension of three #Jharkhand MLAs, who were caught allegedly with a huge amount of cash in #WestBengal's Howrah last year. The suspended MLAs are Irfan Ansari, Rajesh Kachhap and Naman Bixal. pic.twitter.com/53xHLONPES
— IANS (@ians_india) July 28, 2023
হাওড়ায় বিপুল পরিমান নগদ অর্থ সহ ধরা পড়ে জেল খাটা কংগ্রেসের তিন বিধায়কের সাসপেনসন তুলে নিল দল। রাজেশ কাশ্যপ, নমন বিক্সাল এবং ইরফান আনসারি দলের সব কার্যক্রমে এবার থেকে যোগ দিতে পারবেন। দলীয় অন্তর্তদন্তে তিন বিধায়ককে ক্লিনচট দেয় কংগ্রেসের বিশেষ কমিটি।