প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

উজ্জয়িনী, ২৮ জুলাইঃ রাতের অন্ধকারে চুরি করতে এসে কোন রকম ভাঙচুর না করে কেবল আস্ত আলমারি মাথায় তুলে নিয়ে চম্পট দিল চোরের দল। সেই আলমারিতেই রাখা ছিল কৃষক পরিবারের সমস্ত টাকা এবং গয়না। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) উজ্জয়িনীর চিকলি গ্রামে আলমারি চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনার দিন পরিবারের সকলেই বাড়িতে উপস্থিত ছিলেন বলে খবর। পরিবারের সদস্যরা যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়েই চোরের দল বাড়িতে ঢোকে। ৫৫ লক্ষ টাকা সহ সোনা এবং রুপোর গয়না খোয়া যাওয়ায় সর্বস্বান্ত হয়ে মাথায় হাত কৃষক পরিবারের।

আরও পড়ুনঃ পিত্তথিলর পাথর অস্ত্রোপচারে বাদ গেল মহিলার জরায়ু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের

পুলিশ অনুমান করছেন, বাড়িতে টাকা রাখা আছে সেই খবর আগে থেকেই জানা ছিল চোরের দলের। সেই মত চুরির পরিকল্পনা করে তাঁরা। রাতে যখন সকলে গভীর ঘুমে আসন্ন সেই সময়ে বাড়িতে ধুকে কোন রকম ভাঙচুর না করে কেবল আলমারি নিয়ে পালায় তাঁরা। বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে আলমারি ভেঙে সেখান থেকে টাকা এবং গয়না বের করে ভাঙা আলমারি ফেলে চম্পট দেয়।

পরের দিন সকালে ঘুম ভাঙতেই সর্বস্ব হারিয়ে হাহাকার গোটা পরিবার জুড়ে। থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছেন, দিন কয়েক আগেই ওই কৃষক পরিবার তাঁদের জমি বিক্রি করেছিলেন। জমি বিক্রির টাকা বাড়িতে রাখা আছে আগেই থেকে সেই সমস্ত খবর নিয়েই চুরির ফাঁদ পেতেছিলেন চোরের দল। চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।