Photo Credits: ANI

কর্ণাটকে ভোট ঘোষণার ঠিক আগে কংগ্রেসকে উদ্দেশ্য করে বড় তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধনে এসে কটাক্ষের সুরে মোদী বললেন, " যখন কংগ্রেস আবার কবর খুঁড়তে ব্যস্ত থাকছে, তখন আমি ব্যস্ত বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে করে গরীব মানুষের জীবন উন্নতি করতে।" কর্ণাটকে একেবারে কোণঠাসা বিজেপি সরকার। কংগ্রেস সেখানে ক্রমশ শক্তিশালী হচ্ছে। ভোটের দিন ঘোষণার সম্ভবত শেষ কর্ণাটক সফরে তাই কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মোদী।

মোদী এদিন বলেন, " কংগ্রেস স্বপ্ন দেখে আমার কবর নিয়ে কিন্তু জানে না মা, বোন এবং মানুষের আশীর্বাদ আমার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে থাকে।" কংগ্রেস আমলে গরীবরা সুবিধা পেতে হন্যে হয়ে ছুটতে হত, সেখানে বিজেপি সরকার এসে সব সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে।" আধুনিক পরিকাঠামো নিয়ে দেশে কাজ হচ্ছে। কর্ণাটক বদলাচ্ছে, ভারত বদলাচ্ছে বলেও প্রধানমন্ত্রী দাবি করেন। এরপর তিনি বলেন কর্ণাটকে ডবল ইঞ্জিন সরকারের জন্য রাজ্যের কৃষকরা দ্বিগুণ সুবিধা পাচ্ছে। আরও পড়ুন-কাশ্মীরে অবৈধ অস্ত্রের আস্তানা ফাঁস, AK 47 সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

দেখুন ভিডিয়ো

দেশের গরীব মানুষদের ধ্বংস করতে কংগ্রেস ও তার সহযোগী দলের কোনও চেষ্টাই বাকি রাখেনি। কংগ্রেস গরীবদের লুঠ করছে বলেও মোদী দাবি করেন। বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রসেওয়ে তরুণ প্রজন্মকে গর্বিত করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ১১৮ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে কর্ণাটকের এই দুটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে সফরের সময় ৩ ঘণ্টা দিয়ে কমিয়ে ৭৫ মিনিটে নিয়ে এসেছে।