উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ভারতীয় সেনা বাহিনী ও কাশ্মীর পুলিশের একটি দল। গোপনসূত্রে খবর পেয়ে তাঁরা সেই স্থানে পৌছায় এবং অস্ত্র ও অন্য সামগ্রী উদ্ধারের পরেই গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী । শনিবার শালনার হাংনিকুটে তল্লাশি অভিযান চালায় হান্দওয়ারা পুলিশ। সেখান থেকে ২ টি ম্যাগাজিন এবং ৭৫ রাউন্ড সহ একটি একে ৪৭, ১০ টি গ্রেনেড, ২৬ টি ইউবিজিএল গ্রেনেড, ৪ টি ইউবিজিএল বুস্টার, ২ টি ফ্লেম থ্রোয়ার, ৫ টি রকেট শেল এবং ৩টি রকেট বুস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য একটি ঘটনায়, ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে একটি অনুসন্ধান অভিযানের সময় হেরোইন, দুটি পিস্তল এবং একটি আইইডি উদ্ধার করেছে। নিয়ন্ত্রণ রেখা (LOC) পাহারা দেওয়া সেনা কর্মীরা রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে ছোট অস্ত্র ও মাদক উদ্ধার করেছে।
जम्मू-कश्मीर पुलिस ने 11 मार्च को हैंगनीकूट में अवैध हथियारों और गोला-बारूद के एक ठिकाने का भंडाफोड़ किया। 2 मैगजीन और 75 राउंड के साथ एक एके 47, 10 ग्रेनेड,26 UBGL ग्रेनेड, 8 UBGL बूस्टर, 2 फ्लेम थ्रोअर, 5 रॉकेट शेल और 3 रॉकेट बूस्टर जब्त किए गए। प्राथमिकी दर्ज, जांच शुरू: पुलिस
— ANI_HindiNews (@AHindinews) March 12, 2023