প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়াদিল্লি: কলেজের (college) মধ্যে ক্লাস (class) করতে এসে ছুরির আঘাতে মৃত্যু (stabbed to death) হল এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে (Delhi University's South Campus)।

রবিবার এপ্রসঙ্গে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত (accused) ও মৃত (victim) দুজনেই নিজেদের ক্লাসে যোগ দেওয়ার জন্য কলেজে এসেছিল। প্রাথমিক তদন্তের (Preliminary investigation) পরে জানা গেছে, কলেজে আসার পর ওই দুজন পড়ুয়ার মধ্যে মারামারি (fight) হয়। তার জেরেই ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই ছাত্রের। অভিযুক্তকে শনাক্ত (identified) করা হয়েছে এবং তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। মৃত ছাত্রের মৃতদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তও চলছে। আরও পড়ুন: Delhi: পিতৃ দিবসের নির্মম চিত্র রাজধানীতে, ছেলের বুকে ছুরির কোপ বসালেন বাবা