নয়া দিল্লি, ১৮ জুনঃ আজ ১৮ জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পিতৃ দিবস ( Father's Day 2023)। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃত্বের এই বিশেষ দিনটি। আন্তর্জাতিক পিতৃ দিবসের দিনেই ছেলেকে খুনের চেষ্টা করলেন বৃদ্ধ বাবা। দিল্লির (Delhi) ঘটনায় শিহরিত প্রতিবেশী। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। জখম ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ চলন্ত বাইকে হৃদরোগে আক্রান্ত চালক, গাড়ি নিয়ে উলটে পড়ে নিমেষে মৃত্যু
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বৃদ্ধ অশোক সিং (৬৪) অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজর। ছেলে আদিত্য সিং (২৩) পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। গুরুগ্রামে কর্মরত। ছেলের চাকরি সূত্রে গুরুগ্রামে একটি ফ্ল্যাট কেনেন বাবা। সেখানেই স্ত্রী মঞ্জু এবং ছেলে আদিত্যর সঙ্গে থাকতেন অশোকবাবু।
আরও পড়ুনঃ দিনহাটায় সন্ত্রাস, বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
পুলিশ আরও জানায়, রবিবার অশোকবাবু স্ত্রীকে তাঁর মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। কিন্তু সেই অ্যাপ ডাউনলোড হতে সময় লাগায় চোটতে শুরু করেন অবসরপ্রাপ্ত কর্মী। সেই নিয়ে স্ত্রী এবং ছেলের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় তাঁর। বাবাকে শান্ত করতে গিয়ে উলটো বিপত্তি ঘটালেন ছেলে। রাগের মাথায় ছেলের বুকে ছুরি দিয়ে দুবার কোপ বসিয়ে দিলন ক্ষুব্ধ বাবা। আহত যুবককে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩২৪ (ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছায় কাউকে আঘাত করা) ধারায় মামলা রজু করা হয়েছে।