কলকাতা, ২২ মার্চ: কয়লা ও গরু পাচারকাণ্ডে (Coal & Cow Smuggling Case) দিল্লির বিশেষ আদালত তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে ৪ এপ্রিল পর্যন্ত বিচারগত হেফাজতে রেখেছে। সম্প্রতি কয়লা পাচার মামলায় তাকে ইডি গ্রেফতার করে। কয়লা ও গরু পাচারকাণ্ডে এখনও বেপাত্তা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। তার খোঁজ তো চলছেই তারই মধ্যে তাঁর বিকাশকে গ্রেফতার করে ইডি।
ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁর। দিন কয়েক আগে কয়লা কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী এবং শ্বশুরকে তলব করে সিবিআই। ফের ১৫ ই মার্চ কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাঁদের। কয়লা পাচার কাণ্ড নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। আরও পড়ুন, 'বিজেপি কেউটে সাপ যেখানে ঢুকবে ছোবল মারবে', মমতা
A Special Court in Delhi has sent Vikas Mishra, brother of Trinamool Congress (TMC) leader Vinay Mishra, to judicial custody till April 4. He was recently arrested by the Enforcement Directorate, in connection with the coal mining case
— ANI (@ANI) March 22, 2021
গত মাসেই মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। দু'জন মহিলা অফিসার সহ আটজন উপস্থিত হন। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাওয়ায় তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বানার্জিকেও।