বেঙ্গালুরু, ২৯ জুলাই: আর কোনও নাটক অপেক্ষা করে আছে কী! বিগত ২০-২৫ দিন ধরে চলা কর্নাটকের সিংহাসন দখলের লড়াই এবার একেবারে লাস্ট ল্যাপে। আজ, সোমবার কর্নাটকের বিধান সৌধ্যে নতনু মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yeddyurappa) আস্থা ভোটের মুখোমুখি। আস্থা ভোটে জিতলেই পাকাপাকি আসনে বিজেপি-র অভিজ্ঞ তারকা নেতা।
গতকাল, ১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ বাতিল হওয়ায় ইয়েদুরাপ্পার আস্থা ভোটে জয় অনেকটা সহজ হয়েছে। ২২৫ সদস্যের বিধানসভা এখন ২০৮-এ নেমে এসেছে। আরও পড়ুন-ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মদ্যপ ব্যক্তি
ফলে ১০৫টি আসনে জিতলেই আস্থা জেতা হয়ে যাবে বিজেপি-র মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, গত মঙ্গলবার আস্থা ভোটে ৯৯-১০৫ ভোটেই হেরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তারপরই গত শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা।
আজ, আস্থা ভোট জুড়ে বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরজুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। কুমারস্বামীর আস্থা ভোটের সময়ও ১৪৪ ধারা জারি করা হয়েছিল। শহরের সমস্ত মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।