হিমাচল প্রদেশে (Himachal Pradesh) মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সংসদ ভবনে প্রবেশের মুখে কঙ্গনা বলেন, পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন অত্যন্ত কঠিন। প্রায় প্রত্যেক বছর হিমাচল প্রদেশে এই বিপর্যয় দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। ফলে ধ্বস বিধ্বস্ত হিমাচল প্রদেশের ক্ষত সারিয়ে নতুন করে পুনর্গঠনের কাজ হবে বলে ঈআসা প্রকাশ করেন কঙ্গনা রানাউত। পাশাপাশি দিল্লির কাজ শেষ হলে তিনি হিমাচল প্রদেশের দিকে রউনা দেবেন বলেও জানান মান্ডর সাংসদ।
শুনুন কী বললেন কঙ্গনা...
#WATCH | BJP MP from Mandi, Kangana Ranaut says, "It's the very saddening thing for us. The life of people living in the mountains is tough. Every year such tragedies come and damage the lives and property of the people of Himachal Pradesh. The PM and the Union HM have taken… pic.twitter.com/CYviIRhVYf
— ANI (@ANI) August 2, 2024