Photo Credits: ANI

অমৃতসর: পাঞ্জাব পুলিশ (Punjab Police) ও বিএসএফ (BSF)-এর যৌথ অভিযানের ফলে ফের ব্যর্থ হল ড্রোনের (drone) মাধ্যমে মাদক (narcotics) পাচারের চেষ্টা। অমৃতসর জেলার (Amritsar District) ধনোয়ে খুর্দ গ্রামের (Dhanoe Khurd village) উপকণ্ঠ থেকে উদ্ধার হয় মাদকের প্যাকেট-সহ চাইনিজ ড্রোন (Chinese drone)। আরও পড়ুন: Delhi Police: দিল্লিতে খোঁজ মিলল জাল ওষুধ কারখানার, গ্রেফতার মালিক

এপ্রসঙ্গে বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের (BSF Punjab Frontier) তরফে জানানো হয়, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সন্ধ্যার সময় অমৃতসর জেলার ধনোয়ে খুর্দ গ্রামের উপকন্ঠে যৌথ অভিযান চালায় পাঞ্জাব পুলিশ ও বিএসএফ। তল্লাশির সময় চাষের ক্ষেত থেকে হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক মাদকদ্রব্যের একটি প্যাকেটের সঙ্গে একটি ড্রোন এবং প্যাকেটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি হুক উদ্ধার করে। মাদকটি হেরোইন বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া ড্রোনটি চিনে তৈরি হওয়া একটি কোয়াডকপ্টার। আরও পড়ুন: State Mourning For Kuwait Emir: কুয়েতের আমির-এর মৃত্যুতে রবিবার রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত