Photo : Wikimedia commons

নয়াদিল্লি: কুয়েতের আমির (Kuwait Emir)-এর মৃত্যুতে রবিবার রাষ্ট্রীয় শোক (State Mourning) পালন করবে ভারত (India)। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে জানানো হয়, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ (Sheikh Nawaf Al-Ahmed Al-Jaber Al-Sabah) আজ প্রয়াত হয়েছেন। প্রয়াত ওই বিশিষ্ট মানুষটির প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসেবে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। দেশজুড়ে যে সমস্ত ভবনগুলিতে নিয়মিতভাবে জাতীয় পতাকা তোলা হয় সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেদিন কোনও বিনোদনের অনুষ্ঠান করা যাবে না। আরও পড়ুন: UP Court Summons Rahul Gandhi: অমিত শাহের নামে বিতর্কিত মন্তব্যে মামলার জের, রাহুল গান্ধীকে ফের সমন আদালতের

মৃত্যুকালে তাঁর ৮৬ বছর বয়স হয়েছিল। তিন বছর আগে তিনি কুয়েতের আমির বা প্রধান পদে বসেন। ২০২০ সালে আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তাঁর সৎভাই শেখ নওয়াফ আল আহমেদ। তাঁর মৃত্য়ুতে কুয়েত সহ আরব দুনিয়ার বিভিন্ন দেশে শোকের ছায়া। কুয়েতে রাষ্ট্রীয় শোক ঘোষণা কার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কুয়েতের আমিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

গত তিন বছরে আমির শেখ নওয়াফ আল আহমেদে আমলা কুয়েত আরব দুনিয়ার বাইরে নিজেদের ছাপ রাখার চেষ্টা করেন। তাঁর সময়কালে চিরচারিত ধারনার বাইরে বেরিয়ে এসে ভাবনার চেষ্টা করে। তবে অনেকেই বলেন শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর শূন্যস্থান তিনি সেভাবে পূরণ করতে পারেননি।