সুলতানপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের (Union Home Minister Amit Shah) নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নামে মামলা দায়ের রয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরের এমপি এমএলএ কোর্টে (Sultanpur MP-MLA court)। আগামী ৬ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিচারক এই নির্দেশ দেন বলে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন। আরও পড়ুন: Live Snail in Salad: খাবারের মধ্যে বেয়ে বেড়াচ্ছে শামুক, সুইগির উপর চটলেন ক্রেতা
২০১৮ সালের ৪ অগাস্ট ভারতীয় জনতা পার্টির নেতা (Bharatiya Janata Party leader) বিজয় মিশ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ জানিয়ে সুলতানপুরের আদালতে মামলা দায়ের করেছিলেন। এপ্রসঙ্গে মামলাকারীর আইনজীবী সন্তোষ পান্ডে বলেন, "এর আগে রাহুল গান্ধীকে সমন (Summons) পাঠিয়ে ১৬ ডিসেম্বর অর্থাৎ শনিবার আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু, কংগ্রেস সাংসদ হাজির হননি। গত ১৮ নভেম্বর বিচারক যোগেশ যাদব উভয়পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখে ২৭ নভেম্বর পরবর্তী শুনানি দিন ঘোষণা করেন ও রাহুল গান্ধীকে ১৬ ডিসেম্বর আদালতে আসার সমন পাঠান। রাহুল না আসায় তাঁকে ফের ৬ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাকারী বিজয় মিশ্র বিজেপি নেতা হওয়ার পাশাপাশি হনুমানগঞ্জের বাসিন্দা এবং একটি সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। আরও পড়ুন: Parliament Security Breach: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ফের বাংলা যোগ! হালিশহরের ছাত্রীর পর স্ক্যানারে হাওড়ার যুবক