China Plane Crash: চিনে ১৩৩ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি,২১ মার্চ :  চিনের (China) বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কুনমিং থেকে গুয়াংঝাউ যাওয়ার পথে চিনের যে বিমানটি ভেঙে পড়ে, সেখানকার যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী। দেখুন ট্যুইট...

 

সোমবার দুপুরে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েন চিনা বিমান। কুনমিং থেকে গুয়াংঝাউ যাওয়ার পথে ভেঙে পড়ে চিনা বিমানটি। গুয়াংঝাউয়ের পথে একটি পাহাড়ের মাথার উপরে ভেঙে পড়ে চিনা বিমান। চিনা বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ধোঁয়া উড়তে শুরু করে। ফলে স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন:  Aamir Khan On 'The Kashmir Files': দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কী বললেন আমির খান, জোর চর্চা

পাশাপাশি চিনা বিমানের ১৩৩ জন যাত্রীর মধ্যে কেউ বেঁচে রয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। ফলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তদন্তের নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্তর্দেশীয় বিমান চলাচলের ক্ষেত্রে কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট।