নির্বাচনের আগে ছত্তিশগড়ে প্রচারে গিয়ে কংগ্রেস সরকারকে কটাক্ষ করলেন অমিত শাহ। নির্বাচিত সরকারের সামনে বেশ কিছু প্রশ্ন রাখেন তিনি। ভূপেশ বাঘেলের সরকারকে কড়া ভাষয় বিধলেন তিনি। তিনি জানান " ভূপেশ বাঘেলের সরকার অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, তারা বিনামূল্য গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলেছিল, সারা রাজ্য মদ বন্ধ করার কথা ছিল তাদের। কি হল তার?বিদ্যুতের বিল অর্ধেক করার কথা জানিয়েছিল তারা।কিন্তু কি হল?ভূপেশ বাঘেলের এই সরকারে ওবিসি, আধিবাসী, চাষী, মহিলা কেউ খুশি নন, খুশি শুধু গান্ধী পরিবারের লোকজন।"
তবে একদিকে যেমন কংগ্রেস সরকারের দিকে বিভিন্ন রকমের অভিযোগ তুলেছেন অমিত শাহ, ঠিক তেমনি মিজোরামে নির্বাচনী প্রচারে নেমে বিজেপিকে তুলোধনা করেছেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন যে মণিপুরে তিনি বেশ কয়েকমাস আগে গিয়েছিলেন। বর্তমানে মণিপুর একটা রাজ্য নয় দুটি রাজ্য হয়ে গিয়েছে। মানুষ মারা যাচ্ছে, মহিলাদের সম্মানহানি করা হচ্ছে , বাচ্চাদের খুন করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে যাওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন না বলে জানাছে বলে জানান রাহুল গান্ধী। তার দাবি সমস্ত কিছুই একজন ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়ার জন্যই করা হয়েছে। নির্বাচনের যতই এগিয়ে আসছে উত্তেজনার পারদও দুই শিবিরের মধ্যে বাড়ছে ক্রমাগত।
#WATCH | Rajnandgaon, Chhattisgarh: Union Home Minister Amit Shah says, Bhupesh Baghel govt had promised so many things... they had promised free gas cylinders...they were about to ban liquor in the whole state, what happened? They had promised to cut the electricity bill to… pic.twitter.com/oYLW7gTBUo
— ANI (@ANI) October 16, 2023