Karnataka Assembly (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ২৯ ফেব্রুয়ারি: 'পাকিস্তান জিন্দাবাদ' (Pakistan) স্লোগানের অভিযোগে উত্তপ্ত কর্ণাটক (Karnataka)। বৃহস্পতিবার বিজেপি (BJP) বিধায়করা কর্ণাটক বিধানসভার বাইরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন প্রতিবাদ হিসেবে। পাশাপাশি যারা 'পাকিস্তান জিন্দাবাদ' বলে স্লোগান দিয়েছে, কর্ণাটকের কংগ্রেস সরকার তাদের পাকড়াও করতে ব্যর্থ বলেও অভিযোগ করা হয় বিজেপির তরফে। কংগ্রেস সাংসদ সৈয়ক নাসের হুসেনের সমর্থকরা 'পাকিস্তান জিন্দাবাদ' বলে স্লোগান দিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দাবি জানাতে শুরু করে বিজেপি। পাশাপাশি বিজেপির তরফে জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়।

কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক দাবি করেন, যারা বিধনসভার বাইরে এই ধরনের স্লোগান দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। অপরাধীদের যাতে শাস্তি দেওয়া হয়, সে বিষয়ে জোর সওয়াল করেন আর অশোক।