ফাইল ফটো (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এ (CBSE) বড় বদল। একই বছরে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার প্রস্তাবের বাস্তবায়নের পথে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার(Central Government)। দশম শ্রেণীতে কোনও বিষয়ে অনুত্তীর্ণ বা অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মে মাসে পরীক্ষা নেওয়া হবে।

সিবিএসইতে নয়া নিয়ম, মিলছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ

খসড়ার প্রস্তাব অনুযায়ী, প্রথম পরীক্ষার পর ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে না। ডিজি লকারে আপলোড করা থাকবে রেজাল্ট। দ্বিতীয় পরীক্ষার পরই হাতে মিলবে চূড়ান্ত রেজাল্ট। পরীক্ষার জন্য ২ টি দিন স্থির করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম দফার পরীক্ষার শুরু হবে পরের বছর ১৭ ফেব্রুয়ারি। চলবে ৬ মার্চ পর্যন্ত । আবার দ্বিতীয় দফার পরীক্ষায় হবে  ৫ থেকে ২০ মে।  মঙ্গলবার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে পরীক্ষা বিষয়ক এই ড্রাফট পলিসিটি প্রকাশ করা হয়েছে।  সব পক্ষের মতামত চেয়েছে সিবিএসই । জানানো হয়েছে, CBSE ওয়েবসাইটে এই প্রস্তাবিত খসড়ার উপর মতামত জানানো যাবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

নতুন বছরে সিবিএসইতে বড় বদল, ফেল করলে ফের মিলবে পরীক্ষার সুযোগ