নতুন দিল্লি, ৭ জুলাই: করোনা মহামারীর (Coronavirus) কারণে মার্চ মাস থেকে সারাদেশে বন্ধ সমস্ত স্কুল কলেজ। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়ারাদের পড়াশুনার ক্ষতি হচ্ছে । এমন পরিস্থিতিতে সিবিএসইর (CBSE) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার বোঝা কমাতে তাদের পাঠ্যক্রম হ্রাস করার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD) কর্তৃক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিএসই অ্যাকাডেমিক ২০২০-২০২১ এ সিলেবাস ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক নিজে সিবিএসই শিক্ষার্থীদের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়ে টুইট করেছেন। পোখরিয়াল লিখেছেন যে "দেশ ও বিশ্বের ক্রমবর্ধমান করোনা অবস্থার পরিপ্রেক্ষিতে সিবিএসই-এর সিলেবাসটি সংশোধন এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোর্সের চাপ হ্রাস করার পরামর্শ দেওয়া হয়।"
আরও পড়ুন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক, ঘোষণা ইউজিসির
To aid the decision, a few weeks back I also invited suggestions from all educationists on the reduction of #SyllabusForStudents2020 and I am glad to share that we received more than 1.5K suggestions. Thank you, everyone, for the overwhelming response.@PIB_India@MIB_India
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 7, 2020
ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য কাউন্সিল (সিআইএসসিই) বোর্ড করোনার মহামারী বন্ধ স্কুলগুলির আগে ২০২০-২১ সেশনের জন্য আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার সিলেবাস ২৫ শতাংশ কমিয়েছে। শিক্ষার্থীদের সিলেবাস কমাতে বোর্ডকে বলা হয়েছিল। কোভিড -১৯ মহামারী দেশে ছড়িয়ে পড়ায় স্কুল বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। বোর্ড থেকে বলা হয়েছে অনলাইন ক্লাস চলবে।