NorthEast United FC vs Mohammedan SC (Photo Credit: NorthEast United/ X)

NorthEast United FC vs Mohammedan SC, Kalinga Super Cup 2025: কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম রাউন্ডে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) মুখোমুখি হবে মহামেডান এসসি (Mohammedan SC)। আজ, ২৪ এপ্রিল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। ২০২৪ সালে ডুরান্ড কাপ জিতে এই মরশুমে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে হাইল্যান্ডার্স। আইএসএলের প্লে-অফেও যোগ্যতা অর্জন করলেও শিরোপা নিশ্চিত করতে ব্যর্থ হয় তারা। কলিঙ্গ সুপার কাপে নর্থইস্ট ইউনাইটেডের সেরা পারফরম্যান্স ছিল দু'বছর আগে সেমিফাইনালে। তারা এবার ট্রফি তুলতে চাইবে। অন্যদিকে, এই বছর মহমেডান এসসির আইএসএলের অভিষেক অভিযান হতাশাজনক ছিল। সেখানে তারা মাত্র দুটি জয় নিশ্চিত করে। এবার দ্বিতীয়বারের মতো মহামেডান এসসি কলিঙ্গ সুপার কাপে অংশ নেবে। ২০২৩ সালে গোকুলাম কেরালার কাছে শেষ ম্যাচে ৫-২ গোলে হেরেছিল তারা। Kalinga Super Cup 2025 Video Highlights: বেঙ্গালুরুকে হারিয়ে কোয়ার্টারফাইনালে ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসিকে হারাল মুম্বই সিটি; দেখুন ভিডিও হাইলাইটস

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫

কলিঙ্গ সুপার কাপ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ?

২৪ এপ্রিল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneshwar) আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ?

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ

সরাসরি টিভিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে (Star Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ম্যাচ

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে