Attari-Wagah Border (Photo Credit: ANI Twitter/File Photo)

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর কড়া পদক্ষেপ করা হয়েছে ভারতের তরফে। বুধবার রাতে প্রধামন্ত্রীর বাসভবনে বসে উচ্চ পর্যায়ের সিএসএসের বৈঠক। সেখানেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নয়। স্পষ্ট করে জানিয় দেওয়া হয়েছে ভারতের তরফে। সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে আটারি-ওয়াঘা সীমান্ত (Attari-Wagah Border)বন্ধ, পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার মত সিদ্ধান্ত দিল্লির তরফে নেওয়া হয়। সেই সঙ্গে কোনও ভারতীয় (India) পাকিস্তানে (Pakistan) যেতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। মোদী সরকারের (Narendra Modi Govt) এই সিদ্ধান্তের জেরে এবার সীমান্ত দাঁড়িয়ে কেঁদে ফেললেন কানপুরের এক বাসিন্দা। সীমা নামে কানপুরের ওই  বাসিন্দা পাকিস্তানের করাচিতে যাচ্ছিলেন বোনের কাছে। দেড় মাসের জন্য তাঁর করাচিতে থাকার কথা ছিল। বোনের শারীরিক অবস্থা ভাল না। তাই দেড় মাসের ভিসা করিয়ে কানপুরের উদ্দেশে ওই মহিলা রওনা দেন। তবে আটারি-ওয়াঘা সীমান্তের গেট বন্ধ করা হয়েছে। ফলে তিনি আর সীমান্ত  পেরিয়ে বোনের কাছে যেতে পারেননি। ভিসা থাকা সত্ত্বেও বোনের কাছে পৌঁছতে না পেরে কার্যত কেঁদে ফেলেন ওই মহিলা।

আরও পড়ুন: Udhampur Encounter After Pahalgam Terror Attack: পহেলগামে জঙ্গি হামলার পর উত্তাল কাশ্মীর, উধমপুরে গুলির লড়াইয়ে নিহত ১ জওয়ান, আহত ২, সূত্র

দেখুন সেই ভিডিয়ো যেখানে অসুস্থ বোনের কাছে যেতে না পেরে কেঁদে ফেললেন মহিলা...