Nose Bite Video (Photo Credit: X/Screengrab)

কানপুর, ২৭ মে: রাগের চোটে নাক কমাড়ে নিলেন এক ব্যক্তি। বাদানুবাদ, তর্ক বিতর্কের মধ্যেই সামনে থাকা মানুষটির নাক (Nose) কামড়ে ছিঁড়ে নেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখা যয়া ধপাস করে বসে পড়তে। এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

যে ভিডিয়োতে (Viral Video) দেখা যায়, একটি সোসাইটির ভিতরে থাকা পার্কের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে অপরজনের বিতর্ক বিবাদ শুরু হয়। কথা কাটাকাটি শুরু হলে, সেখানে এক যুববক হাজির হন। ওই যুবককে দেখা  যায়, দুজনের মধ্য শান্তি ফেরানোর, গন্ডগোল থামানোরর চেষ্টা করতে। তবে চেষ্টা ফলপ্রসূ হয়নি। পার্কের মধ্যে গন্ডডগোলের মাঝেই দেখা যায়, এক ব্যক্তি অপরজনের নাকে কামড় বসাতে। নাক কামড়ে ছিঁড়ে নিতে। বিশ্বাস না হলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।

কানপুরের ওই ভিডিয়োতে আরও দেখা যায়, ওই সোসাইটির সেক্রেটারির দিকে তেড়ে যান এক ব্যক্তি। সোসাইটিতে ফ্ল্যাট কেনা ওই ব্যক্তি সেক্রেটারির দিকে তেড়ে গিয়ে তাঁর গলা ধরেন তিনি প্রথমে। এরপর সোসাইটির সেক্রেটারির গলা ধরে তাঁর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বেশ কয়েক মুহূর্ত ধরে ওই সোসাইটির সেক্রেটারির নাকে কামড় বসিয়ে রাখতে দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তিকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Viral Video: দিনে দুপুরে চুরি হয়ে গেল আস্ত রাস্তা, বিহারের ভাইরাল ভিডিয়ো দেখলে অবাক হয়ে যাবেন

দেখুন পার্কের ভিতরে কীভাবে সেক্রেটারির নাক কামড়ে ছিঁড়ে দিলেন এক ব্যক্তি...

 

প্রসঙ্গত কানপুরে সংশ্লিষ্ট সোসাইটির ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। কানপুরের বিথুর থানায় দায়ের করা হয়েছে এফআইআর। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।