সবেমাত্র দিন দশেক হল শান্ত হয়েছে মুর্শিদাবাদ। স্বাভাবিক হয়েছে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের পরিস্থিতি। ঘরছাড়ারা মালদা থেকে ফিরতে শুরু করেছেন। এই অবস্থায় ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ। জানা যাচ্ছে, রঘুনাগঞ্জের (Raghunathganj) লাল খান্ডিয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে ঘটেছে এই বিস্ফোরণ। এদিন সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। যদিও এই ঘটনায় হতাহতে কোনও ঘটনা নেই এবং বিস্ফোরণে জেরে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাম্প্রতিককালে মুর্শিদাবাদে যে সন্ত্রাস চলেছে, তারপর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রঘুনাথগঞ্জে বোমা বিস্ফোরণ

আইএএনএস সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই এলাকায় বোমা মজুত করে রাখা হচ্ছিল। তারমধ্যেই একটি বোমা ফেটে ঘটনাটি ঘটে। এমনকী যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেই বাড়িকে দীর্ঘদিন ধরেই কেউ থাকছেন না বলে খবর। যদিও বাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ। সেই সঙ্গে কারা বোমা রেখে গিয়েছিল এবং কেন রেখে গিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী।

দেখুন ভিডিয়ো

মুর্শিদাবাদের অশান্তি

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় মুর্শিদা্বাদ। জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি, মারধর করে এলাকাছাড়া করা হয় স্থানীয় বাসিন্দাদের। সাম্প্রদায়িক অশান্তিতে খুন করা হয়েছে তিনজনকে। প্রায় ৮০০ জনের মতো মানুষ মুর্শিদাবাদ ছেড়ে মালদার একটি স্কুলে আশ্রয় নিয়েছে। এখন ধীরে ধীরে তাঁরা বাড়ি ফিরছে।