নয়াদিল্লি: শুক্রবার প্রকাশিত হয়েছে সিবিএসসি (CBSE) বোর্ডের ক্লাস ১০ ও ১২-এর ফলাফল। তাতে দুটি বিষয়ে ফেল করে (failed) ক্লাস ১২-এর এক ছাত্রী (CBSE 12th class student)। এর জেরে অবসাদে একটি ড্রেনে ঝাঁপ দিয়ে (jumping in a drain) আত্মঘাতী (suicide) হল সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) আমন বিহার (Aman Vihar) পুলিশ স্টেশনের কাছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
এপ্রসঙ্গে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই ছাত্রী গত ১২ মে পরীক্ষার ফলাফল বেরোনোর পরেই একটি সুইসাইড নোট লিখে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিল। মেয়েটির অভিভাবকরা আমন বিহার থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে মেয়েটির মৃতদেহ একটি ড্রেন থেকে উদ্ধার হয়েছে। এই বিষয়ে সিআরপিসির ১৭৪ ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: Madhya Pardeh: পরকীয়ায় লিপ্ত স্বামী, অবৈধ সম্পর্কের বলি ৪০-এর স্ত্রী
A 12th class student died by suicide by jumping in a drain after she got failed in two subjects. She had left home by leaving a suicide note & was reportedly missing since May 12. Her parents filed complaint near PS Aman Vihar. Her body was found half submerged in drain on May…
— ANI (@ANI) May 14, 2023